Dinesh Majumder Bhavan Exclusive: নতুন রঙের সাথে সংগ্রহশালাও, সেজে উঠছে বুদ্ধ-বিমানের প্রাণের দীনেশ মজুমদার ভবন
ঘিয়ে রঙের ভবনে গোলাপি রঙের বর্ডার। ভিতরে হলুদ রং। পরিকল্পনা রয়েছে একটি সংগ্রহশালা তৈরিরও।
মৌমিতা চক্রবর্তী: বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসু, শ্যামল চক্রবর্তীদের প্রাণের অফিস এটাই। কিন্তু দীর্ঘদিন ধরেই সংস্কারের অভাবে ধুঁকছিল সেই দীনেশ মজুমদার ভবন (Dinesh Majumder Bhavan)। শরীরে ধরেছিল বয়সের ছাপ। এবার আবার সেই ভবন সেজে উঠছে নতুন সাজে। দরজায় পড়ছে নতুন রং। দেওয়ালে লাগছে নতুন রঙের প্রলেপ। গোলাপি-ঘিয়ে রঙের আভায় দেশের বাম ছাত্র-যুব (SFI, DYFI) আন্দোলনের স্মৃতি বিজড়িত দীনেশ মজুমদার ভবনের শরীরে আবার তারুণ্যের ছোয়াঁ।
শেষ সংস্কার ২০০৬-এ। তাও সেটা এত বিশাল আকারে নয়। খুব সামান্য-ই সংস্কার হয়েছিল সেই সময়। সেই ২০০৬ সালের পর ক্যালেন্ডারের পাতায় কেটে গিয়েছে ১৬ বছর। দীর্ঘদিনের সংস্কারের অভাবে ধুঁকছিল দীনেশ মজুমদার ভবন (Dinesh Majumder Bhavan)। রাজনীতির অলিন্দে যা এসএফআই-ডিএসএফওয়াই-এর রাজ্য অফিস হিসেবেই পরিচিত। এবার বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুর ছাত্র-যুব আন্দোলনের স্মৃতি বিজড়িত সেই ভবন আবার সংস্কার হচ্ছে।
ডিওয়াইএফআই-এর সর্বভারতীয় কনফারেন্স ও এসএফআই-এর পঞ্চাশ বছর পূর্তি, সেই উপলক্ষেই সাজ সাজ রব। দুই অনুষ্ঠান উপলক্ষেই সেজে উঠছে দীনেশ মজুমদার ভবন। ভবন সংস্কারে নতুন ছাত্র-যুব টিমের উপরেই ভরসা রাখছে আলিমুদ্দিন। ভবন সংস্কারে থাকছে নতুনত্বের ছোঁয়া। ঘিয়ে রঙের ভবনে গোলাপি রঙের বর্ডার। ভবনের বাইরের সাজ এমনই। আর ভিতরে হলুদ রং। পরিকল্পনা রয়েছে একটি সংগ্রহশালা তৈরিরও। তেমনই জানালেন এসএফআই-এর রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য।
সৃজন বলেন, "দীনেশ মজুমদার ভবন বাংলা তো বটেই গোটা দেশের বাম আন্দোলনের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। বুদ্ধদেব ভট্টাচার্য, বিমান বসুদের মত অসংখ্য ছাত্র-যুব আন্দলনের নেতা যাঁরা পরবর্তীকালে মহীরূহ হয়েছেন, তাঁদের স্মৃতি বিজড়িত এই ভবন। দীর্ঘদিন পর মানুষের সাহায্য নিয়ে এই ভবন সংস্কার করা হচ্ছে। নতুনভাবে সেজে উঠছে দীনেশ মজুমদার ভবন। এই ভবনের সুবিশাল ইতিহাসকে ধরে রাখার চেষ্টা করা হবে এই সংস্কারে। পরিকল্পনা রয়েছে একটা সংগ্রহশালা গড়ে তোলারও।"
আরও পড়ুন, Sarada Scam: সারদার থেকে টাকা নেন শুভেন্দু এবং ভাই সৌমেন্দু; বিস্ফোরক দাবি সুদীপ্ত সেনের