করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট চিকিৎসক রবিন বসু

স্টোনম্যান আতঙ্কের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক। 

Reported By: তন্ময় প্রামাণিক | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Aug 6, 2020, 11:21 PM IST
করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত বিশিষ্ট চিকিৎসক রবিন বসু
রবিন বসু

নিজস্ব প্রতিবেদন : ফের ইন্দ্রপতন। করোনায় ফের এক বিশিষ্ট চিকিৎসকের মৃত্যু হল শহর কলকাতায়। প্রখ্যাত ফরেনসিক মেডিসিন চিকিৎসক তথা আধুনিক ফরেনসিক মেডিসিনের জনপ্রিয় অধ্যাপর রবিন বসু করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন। বৃহস্পতিবার বিকালে বেলেঘাটা আইডি হাসপাতাল তাঁর মৃত্যু হয়।

রাজ্যের স্টোনম্যান আতঙ্কের সময় ফরেনসিক এক্সপার্ট হিসেবে উঠে এসেছিল রবিন বসুর কৃতিত্ব এবং দক্ষতার কথা। স্টোনম্যান আতঙ্কের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফরেনসিক মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক।

জানা গিয়েছে, ২০ জুলাই শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি হন এই চিকিৎসক। তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। দিন সাতেক আগে তাঁকে ভেন্টিলেশন সাপোর্ট দিতে হয়। বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রয়াত চিকিৎসকের COPD ও ইস্কেমিক হার্ট ডিজিজও ছিল।

আরও পড়ুন, একদিনে আক্রান্ত প্রায় ৩০০০! মুখ্যমন্ত্রীর দাবি, 'রাজ্যে করোনায় মৃত্যু হার ২.২ শতাংশ'

.