দমদমে ট্রান্সফর্মার বাস্ট করে আগুন, নেই দমকল, আতঙ্কে এলাকাবাসী
দমদমে সেন্ট্রাল জেল মোড়ের কাছে, CESC অফিসের সামনে পেট্রোল পাম্প লাগোয়া ট্রান্সফর্মারে আগুন। এখনও পৌঁছায়নি দমকলের ইঞ্জিন। শেষ পর্যন্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরির ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্থানীয় মানুষ।
দমদম: দমদমে সেন্ট্রাল জেল মোড়ের কাছে, CESC অফিসের সামনে পেট্রোল পাম্প লাগোয়া ট্রান্সফর্মারে আগুন। এখনও পৌঁছায়নি দমকলের ইঞ্জিন। শেষ পর্যন্ত অর্ডিন্যান্স ফ্যাক্টরির ইঞ্জিন ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে স্থানীয় মানুষ।
স্থানীয় এলাকা সূত্রে খবর অনুযায়ী, ওই ট্রান্সফর্মারের পিছনেই রয়েছে একটি স্কুল। রয়েছে বহুতলও। বারবার বাস্ট করছে ট্রান্সফর্মার। ছড়িয়ে পড়ছে আগুন। ইলেকট্রিক তারেও আগুন ধরেছে। এখনও কোনও কার্যকারী ভূমিকা নিতে ব্যার্থ দমকল। পরিস্থিতি সামাল দিতে আগুন নিয়ন্ত্রণে ঝাঁপিয়েছেণ সাধারণ মানুষ।
এখনও পর্যন্ত ৩টী ট্রান্সফর্মার বাস্ট করেছে। আগুন আরও ছড়িয়ে পড়ছে। দায় এরিয়ে, ডিভিশনাল ফায়ার অফিসার জানান, বিভিন্ন প্রান্ত থেকে দমকলের ইঞ্জিন পৌছাচ্ছে, কাজ করছে।