যাত্রী সুরক্ষায় পূর্ব রেলের নয়া উদ্যোগ

পূর্ব রেলে কুইক রেসপন্স টিম না কিউ আর টি? আজই সেই সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এখন মূল জানার বিষয় একটাই। কেন তৈরি হচ্ছে এই কুইক রেসপন্স টিম? মূলত যাত্রী পরিষেবাকে আরও মসৃণ করতেই এই ব্যবস্থা।

Updated By: Aug 10, 2016, 01:32 PM IST
যাত্রী সুরক্ষায় পূর্ব রেলের নয়া উদ্যোগ

ওয়েব ডেস্ক : পূর্ব রেলে কুইক রেসপন্স টিম না কিউ আর টি? আজই সেই সিদ্ধান্ত নিল পূর্ব রেল। এখন মূল জানার বিষয় একটাই। কেন তৈরি হচ্ছে এই কুইক রেসপন্স টিম? মূলত যাত্রী পরিষেবাকে আরও মসৃণ করতেই এই ব্যবস্থা।

কী থাকছে এই ব্যবস্থায়? বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে তৈরি হবে এই কিউ আর টি। রেলে কোনও সমস্যা তৈরি হলেই, এই যেমন ট্রেনের কোনও যান্ত্রিক গোলযোগ, কোনও দুর্ঘটনা ও প্রাকৃতিক বিপর্যয়, এই সব ক্ষেত্রেই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে যাবে কিউ আর টি। এরপর পরিস্থিতি বুঝে দ্রুত ব্যবস্থা নেবে এই টিম।

.