প্রচুর বেনামি সম্পত্তি, গ্রেফতার রোজভ্যালিকর্তা ঘনিষ্ঠ ব্যবসায়ী

তদন্তে জানা গিয়েছে, সুদীপ্ত রায় চৌধুরী রোজভ্যালির অনেক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন। 

Updated By: Nov 4, 2018, 04:39 PM IST
প্রচুর বেনামি সম্পত্তি, গ্রেফতার রোজভ্যালিকর্তা ঘনিষ্ঠ ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদন:  রোজভ্যালিকাণ্ডে এবার গ্রেফতার করা হল সুদীপ্ত রায় চৌধুরী নামে এক ব্যবসায়ীকে।  এই ব্যবসায়ীর বিপুল পরিমাণ সম্পত্তির হিসাব পাওয়া গিয়েছে। তদন্তেকারীদের দাবি, সুদীপ্তর এই সম্পত্তির পরিমাণের সঙ্গে তার আয়ের কোনও সঙ্গতি নেই।

আরও পড়ুন: “ধর্ষণে অভিযুক্তদের থেকেও ঘৃণ্য অপরাধ করেছে পুলিস”, ভর্তসনা হাইকোর্টের

তদন্তে জানা গিয়েছে, সুদীপ্ত রায় চৌধুরী রোজভ্যালির অনেক লেনদেনের সঙ্গে যুক্ত ছিলেন।  প্রথমদিকে ‘ব্র্যান্ড ভ্যালু কমিউনিকেশন’ নামে রোজভ্যালিরই এক সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। রোজভ্যালিকাণ্ডের তদন্তে নেমে সুদীপ্ত নাম উঠে আসে তদন্তকারীদের হাতে।  রোজভ্যালিকর্তা গৌতম কুণ্ডর সহচর ছিলেন সুদীপ্ত।

আরও পড়ুন: থানায় নিয়ে গিয়ে উলঙ্গ করে বিচুটি ঘষে ছবি তোলার অভিযোগ ওসির বিরুদ্ধে, তোলপাড় খণ্ডঘোষ

দেখা যায়, বেনামি প্রচুর সম্পত্তি রয়েছে সুদীপ্তের।  শনিবার দিনভর সুদীপ্তের মেট্রোপলিটনের বাড়িতে তল্লাশি চালায় ইডি।  তাঁকে টানা জেরা করা হয়। কথায় একাধিক অসঙ্গতি মেলে। রবিবার সুদীপ্তকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সুদীপ্তকে জিজ্ঞাসাবাদ করে রোজভ্যালি তদন্তে গতি আসবে বলে মনে করছেন  তাঁরা।

 

.