রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক জনধন অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি
অ্যাক্সিস ব্যাঙ্কের পর এবার UBI। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক জনধন অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের হদিশ পেয়েছে ED। মেটিয়াবুরুজ সহ ইউনাইটেড ব্যাঙ্কের একাধিক শাখার ৯টি জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় সাত কোটি টাকা। দুর্নীতির শিকড়ে পৌছতে ব্রাঞ্চ ম্যানেজার সহ ব্যাঙ্কের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে জেরা করেছে ED। নিমেষে কালো হচ্ছে সাদা। ভানুমতির খেল দেখাচ্ছেন ব্যাঙ্কেরই এক শ্রেণির কর্মী। অ্যাক্সিসের পর এবার ED-র আতসকাচে UBI। জনধন অ্যাকাউন্ট। বিপুল পরিমান কালো টাকা সাদা করার জন্য কালো কারবারিদের হট ফেভারিট। নোট বাতিলের পর থেকেই তাই জনধন অ্যাকাউন্টের লেনদেনে কড়া নজর রাখছে আয়কর বিভাগ। আর তা করতে গিয়েই তদন্তকারীদের রাডারে চলে এসেছে UBI-র একাধিক ব্রাঞ্চ। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটির একাধিক জনধন অ্যাকাউন্টের মাধ্যমে চলছে কালো টাকা সাদা করার খেলা। অথচ, নোট বাতিলের পর ইমরান আলি লস্করের স্ত্রীর জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে ৬০ লক্ষ টাকা। একইরকম বেআইনি লেনদেন নজরে এসেছে UBI-বন্দর এলাকার একাধিক জনধন অ্যাকাউন্টেও। নোট বাতিলের পর থেকে বন্দর এলাকার একাধিক জনধন অ্যাকাউন্টে মোট ৬.৯ কোটি টাকা জমা পড়েছে।
![রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক জনধন অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক জনধন অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের হদিশ পেয়েছে ইডি](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2016/12/19/73544-jandhan19-12-16.jpg)
ওয়েব ডেস্ক: অ্যাক্সিস ব্যাঙ্কের পর এবার UBI। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একাধিক জনধন অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেনের হদিশ পেয়েছে ED। মেটিয়াবুরুজ সহ ইউনাইটেড ব্যাঙ্কের একাধিক শাখার ৯টি জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে প্রায় সাত কোটি টাকা। দুর্নীতির শিকড়ে পৌছতে ব্রাঞ্চ ম্যানেজার সহ ব্যাঙ্কের একাধিক উচ্চপদস্থ আধিকারিককে জেরা করেছে ED। নিমেষে কালো হচ্ছে সাদা। ভানুমতির খেল দেখাচ্ছেন ব্যাঙ্কেরই এক শ্রেণির কর্মী। অ্যাক্সিসের পর এবার ED-র আতসকাচে UBI। জনধন অ্যাকাউন্ট। বিপুল পরিমান কালো টাকা সাদা করার জন্য কালো কারবারিদের হট ফেভারিট। নোট বাতিলের পর থেকেই তাই জনধন অ্যাকাউন্টের লেনদেনে কড়া নজর রাখছে আয়কর বিভাগ। আর তা করতে গিয়েই তদন্তকারীদের রাডারে চলে এসেছে UBI-র একাধিক ব্রাঞ্চ। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কটির একাধিক জনধন অ্যাকাউন্টের মাধ্যমে চলছে কালো টাকা সাদা করার খেলা। অথচ, নোট বাতিলের পর ইমরান আলি লস্করের স্ত্রীর জনধন অ্যাকাউন্টে জমা পড়েছে ৬০ লক্ষ টাকা। একইরকম বেআইনি লেনদেন নজরে এসেছে UBI-বন্দর এলাকার একাধিক জনধন অ্যাকাউন্টেও। নোট বাতিলের পর থেকে বন্দর এলাকার একাধিক জনধন অ্যাকাউন্টে মোট ৬.৯ কোটি টাকা জমা পড়েছে।
আরও পড়ুন বীরেন্দ্র সেহবাগের পর টেস্টে ৩০০ করলেন করুন নায়ার
পুরো টাকাটাই জমা দেওয়া হয়েছে নগদে।তদন্তে নেমেই চক্ষু চড়ক ED-র আধিকারিকদের। তদন্তকারীদের সন্দেহ।মেটিয়াবুরুজের ইমরান আলি লস্করের জনধন অ্যাকাউন্টের মাধ্যমে বাবুলাল নামে এক কাপড় ব্যবসায়ী কালো টাকা সাদা করা হয়েছে।তদন্তকারীদের কাছে সবচেয়ে চিন্তার বিষয়, ব্যাঙ্ককর্মীদের ভূমিকা। তাঁরা নিশ্চিত, কালোকে সাদা করার এই চক্র চলছে ব্যাঙ্ক কর্মীদেরই একাংশের মদতে।কারণ, বিপুল পরিমান নগদ টাকা জনধন অ্যাকাউন্টে জমা দেওয়ার ক্ষেত্রে যেসব তথ্য প্রমাণ জমা দেওয়ার কথা, তা মানা হয়নি।বেশিরভাগ ক্ষেত্রেই যেসব ভুল হয়েছে তা ইচ্ছাকৃত।চক্রের শিকড়ের খোঁজে একাধিক উচ্চ পদস্থ ব্যাঙ্ককর্মীদের জেরা শুরু করে ED। UBI-র DGM পদমর্যাদার এক অফিসারকে তলব। একাধিক ব্রাঞ্চ ম্যানেজার ও অ্যাকাউন্ট অফিসারকে জেরা।এদের জেরা করে চক্রে বাকি মাথাদের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। কিন্তু, যেভাবে ব্যাঙ্ককর্মীদের একাংশ কালোকে সাদা করার চক্রে জড়িয়ে পড়েছেন, তা তদন্তকারীদের কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করছে।
আরও পড়ুন প্রধানমন্ত্রীকে কী বলে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুনেছেন?