রোজভ্যালিকাণ্ডে গৌতমের স্ত্রীকে তলব ED-র

বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

Updated By: Sep 25, 2019, 01:18 PM IST
রোজভ্যালিকাণ্ডে গৌতমের স্ত্রীকে তলব ED-র

নিজস্ব প্রতিবেদন: রোজভ্যালি মালকিন শুভ্রা কুণ্ডুকে তলব করল ইডি। আগামিকাল, বৃহস্পতিবার তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

 

ইডি সূত্রে জানা গিয়েছে, শুভ্রা এক সময় রোজ ভ্যালির স্বর্ণ বিপণি ‘অদ্রিজা’র অন্যতম ডিরেক্টর ছিলেন। অদ্রিজায় একাধিক বার তল্লাশি অভিযান চালানো হয়েছে। বিভিন্ন ভাউচার বাজেয়াপ্ত করার পরে দেখা গিয়েছে, শুভ্রা ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, প্রতি মাসে ৩০ হাজার টাকা বেতনও নিয়েছেন।

গণিতে গবেষণা করে সরকারি চাকুরিজীবী, সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে একাধিক পাত্রীর সঙ্গে প্রতারণা!

ইডি-র খবর, অদ্রিজা বাজার থেকে ৩৩০ কোটি টাকা ঋণ নিয়েছিল। ইডি-র অভিযোগ, ওই টাকা নানা ভাবে অন্য খাতে সরিয়ে ফেলা হয়েছে। ওই ৩৩০ কোটি টাকা লেনদেনের ঠিকঠাক হিসেব নেই। শুভ্রা মূলত অদ্রিজার আর্থিক লেনদেনের বিষয়টি দেখভাল করতেন। অদ্রিজায় তল্লাশি অভিযানের কয়েক দিন আগেই শুভ্রা ডিরেক্টর-পদে ইস্তফা দিয়েছিলেন বলে জানান ইডি-র এক তদন্তকারী।

.