বিধানসভায় শিক্ষা আইন সংশোধনী বিল পাস

নিজেদের প্রস্তাবে অনড় থেকেই বিধানসভায় শিক্ষা আইন সংশোধনী বিল পাস করিয়ে নিল সরকার। আজ বিধানসভায় প্রস্তাবিত শিক্ষাবিল পেশ করার সময় তাতে মোট একশ ছত্রিশটি সংশোধনী প্রস্তাব আনা হয়। কিন্তু সরকারপক্ষের ছাব্বিশটি ও এসএইউসিআইয়ের একটি সংশোধনী প্রস্তাব সহ পাস করা হয় বিলটি।

Updated By: Dec 23, 2011, 06:30 PM IST

নিজেদের প্রস্তাবে অনড় থেকেই বিধানসভায় শিক্ষা আইন সংশোধনী বিল পাস করিয়ে নিল সরকার। আজ বিধানসভায় প্রস্তাবিত শিক্ষাবিল পেশ করার সময় তাতে মোট একশ ছত্রিশটি সংশোধনী প্রস্তাব আনা হয়। কিন্তু সরকারপক্ষের ছাব্বিশটি ও এসএইউসিআইয়ের একটি সংশোধনী প্রস্তাব সহ পাস করা হয় বিলটি। এর আগে বিশ্ববিদ্যালয়ের নীতি নির্ধারক কমিটিগুলি থেকে ছাত্র, শিক্ষাকর্মী ও অফিসারদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে অর্ডিন্যান্স জারি করেছিল সরকার। তার প্রবল সমালোচনা হওয়ায় নতুন বিলে সেনেট ও কোর্টে শিক্ষাকর্মী ও আধিকারিকদের প্রতিনিধিত্ব রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু ওয়াকিবহাল মহলের ধারণা সিন্ডিকেটে ছাত্র বা শিক্ষাকর্মীদের প্রতিনিধি না থাকায় কার্যত বিশ্ববিদ্যালয় পরিচালনায় তাঁদের কোনও ভূমিকাই থাকবে না। এই প্রসঙ্গে বিরোধীদের বিস্তারিত আলোচনার দাবিতেও কান দেয়নি সরকার। নতুন এই শিক্ষাবিল রাজ্যে শিক্ষার পরিবেশ নষ্ট করবে বলে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র।

.