চোলাই মদ চক্র ঠেকাতে কড়া আইন

চোলাই মদ চক্র ঠেকাতে রাজ্যে কড়া আইন আনতে চলেছে সরকার। আইন সংশোধন করে কড়া আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Updated By: Dec 23, 2011, 02:22 PM IST

চোলাই মদ চক্র ঠেকাতে রাজ্যে কড়া আইন আনতে চলেছে সরকার। আইন সংশোধন করে কড়া আইন প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণভাবে গরীব মানুষই চোলাই মদ বিক্রির সঙ্গে যুক্ত। চোলাই কারবার ঠেকাতে ব্যবসায়ীদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তবে পরিবারকেও এব্যাপারে সতর্ক থাকতে হবে বলে মুখ্যমন্ত্রী জানান। বিপর্যয় মোকাবিলায় রাজ্যের মতোই জেলায় জেলায় বিপর্যয় মোকাবিলা গ্রুপ তৈরি করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টাউন হলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এবিষয়ে সিদ্ধান্ত হয়। টাউন হলে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক উচ্চপর্যায়ের প্রশাসনিক বৈঠক বসেছে। বৈঠকে উন্নয়ন এবং আইনশৃঙ্খলার পাশপাশি বিষ মদ কাণ্ড অন্যতম প্রাধান্য পাবে বলে অনুমান করা হচ্ছে। বিষ মদ কাণ্ডের প্রেক্ষিতে জেলায় জেলায় অভিযানও চালিয়েছিল আবগারি দফতর। বৈঠকে উপস্থিত রয়েছেন বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিস সুপার এবং আবগারি দফতরের শীর্ষকর্তারা। উপস্থিত আছেন মণীশ গুপ্ত, অমিত মিত্র এবং পার্থ চট্টোপাধ্যায়। আছেন শোভন চট্টোপাধ্যায়, স্বরাষ্ট্র এবং মুখ্যসচিব।

.