'এখনও তুমি প্রতিবাদ করো?'

মুখ্যমন্ত্রীর সভায় দাঁড়িয়ে মুখ খোলার শাস্তি হিসেবে মাওবাদী আখ্যা পেয়েছিলেন শিলাদিত্য চৌধুরী। প্রতিবাদ উঠেছিল বিভিন্ন মহল থেকে। এবারে প্রতিবাদ উঠে এল কবি শঙ্খ ঘোষের কবিতায়। কবিতায় শঙ্খ ঘোষ প্রশ্ন তুললেন, মানুষের যে কোনও প্রতিবাদকেই কি তবে মাওবাদী বলে চালাতে চাইছে সরকার?
গান বেঁধেছিলেন কবীর সুমন। মাওবাদী তকমা দিয়ে শিলাদিত্য চৌধুরীর গ্রেফতারির প্রতিবাদ সেদিন ঝড়ে পড়েছিল গানওয়ালার গলায়। এবারে সেই প্রতিবাদের সুর ধরা পড়ল কবি শঙ্খ ঘোষের একটি নতুন কবিতায়। নাম "মাওবাদী"।
 
মুখ্যমন্ত্রীর জনসভায় দাঁড়িয়ে প্রশ্ন করেই মাওবাদী তকমা পেয়েছিলেন শিলাদিত্য চৌধুরী। কবিতার শুরুতেই এই ঘটনার বিরুদ্ধে তীব্র শ্লেষ ঝরে পড়েছে ।
এখনও তুমি প্রতিবাদ করো?
---মাওবাদী।
প্রশ্ন করার সাহস করেছো?
---মাওবাদী। 
শঙ্খ ঘোষের এই কবিতাটি সম্প্রতি প্রকাশিত হয়েছে সাহিত্য-সংস্কৃতি জগতে সুপরিচিত একটি পত্রিকার শারদ সংখ্যায়।
 
একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা বু্দ্ধিজীবীরাও সরকারের বিরুদ্ধে মুখ খোলায় মাওবাদী আখ্যা পেয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে। সামান্যতম প্রতিবাদের স্বরকেও এভাবে মাওবাদী বলে তকমা দেওয়ার বিরুদ্ধেই যেন গর্জে উঠেছে শঙ্খ ঘোষের নতুন কবিতা।
 
চোখে চোখ রেখে কথা বলো যদি
ঘড়ি-ঘড়ি সাজো মানবদরদী
আদরের ঠাঁই দেবে এ-গারদই
মাওবাদী।
 

English Title: 
`Ekhono tumi Protibad koro, MAobadi?`: Sankh Ghosho
Home Title: 

'এখনও তুমি প্রতিবাদ করো?'

No
8654
Is Blog?: 
No