করোনা আতঙ্কে শহরে ফের আত্মহত্যা, বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

তাঁকে হাসপাতালে ভর্তির তোড়জোড় করছিলেন পরিবারের লোকেরা।

Updated By: May 1, 2021, 02:07 PM IST
করোনা আতঙ্কে শহরে ফের আত্মহত্যা, বাড়ি থেকে উদ্ধার বৃদ্ধের ঝুলন্ত দেহ

নিজস্ব প্রতিবেদন:  করোনার আতঙ্কে শহরে ফের আত্মহত্যা! এবার বাড়ি থেকে উদ্ধার হল ৮০ বছরের বৃদ্ধের ঝুলন্ত দেহ। ঘটনাস্থল, রিজেন্ট পার্ক থানার পূর্ব পুটিয়ারি এলাকা।

মৃতের নাম বারীন্দ্রকুমার কর। বাড়ি, পূর্ব পুঁটিয়ারির এলাকায় বাবুপাড়ায়। রেলে চাকরি করতেন তিনি। দিন চারেক আগে পজিটিভ রিপোর্ট আসে। পরিবার সূত্রে খবর, খুব তাড়াতাড়ি ওই বৃদ্ধের হাসপাতালে ভর্তি হওয়ার কথা ছিল। সেইমতো বিভিন্ন হাসপাতালে সঙ্গে যোগাযোগও করা হচ্ছিল। এদিন সকালে বাড়িতেই বারীন্দ্রবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। তাঁদের দাবি, করোনা আক্রান্ত হওয়ার কারণে মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন তিনি। খবর দেওয়া হয় রিজেন্ট পার্ক থানায়। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন: দেরিতে অ্যাম্বুলেন্স, মেডিকেলের বাইরে দীর্ঘক্ষণ অপেক্ষা করোনা রোগীর, কাঠগড়ায় স্বাস্থ্যভবন

দিন কয়েক আগে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হওয়ার পর আত্মহত্যা করেছিলেন এক করোনা রোগী। হাসপাতালে শৌচাগার থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিস। পরিবারের লোকেদের দাবি, প্রবল শ্বাসকষ্টে ভুগছিলেন ওই ব্যক্তি। চিকিৎসায় স্বস্তি পাচ্ছিলেন না একেবারেই। উল্টে করোনা আক্রান্ত হওয়ার পর থেকে মানসিক যন্ত্রণায় ভুগছিলেন তিনি।

আরও পড়ুন: ভ্যাকসিনের সংকট চরমে, রাজ্যে শুরু হচ্ছে না ১৮ উর্ধ্বদের টিকাকরC

 

.