প্রচারে প্রার্থীরা, দেখুন একনজরে
# দলের প্রার্থী তাপস সিনহার সমর্থনে কাঁথিতে প্রচারে গিয়ে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দকে এক হাত নিলেন সিপিআইএম নেতা রবীণ দেব। বামফ্রন্ট ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দের দল। কাঁথির মারিশায় রবীণ দেবের মন্তব্য, সুবিধা নিতে গিয়ে যদি কেউ ঐক্য ভাঙেন, তাতে বামফ্রন্টের ভাবমূর্তি নষ্ট হবে না। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী তাপস সিনহা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চক্রধর মাইকাপ সহ জেলার বামফ্রন্টের নেতারা।
# দলের প্রার্থী তাপস সিনহার সমর্থনে কাঁথিতে প্রচারে গিয়ে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দকে এক হাত নিলেন সিপিআইএম নেতা রবীণ দেব। বামফ্রন্ট ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দের দল। কাঁথির মারিশায় রবীণ দেবের মন্তব্য, সুবিধা নিতে গিয়ে যদি কেউ ঐক্য ভাঙেন, তাতে বামফ্রন্টের ভাবমূর্তি নষ্ট হবে না। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী তাপস সিনহা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চক্রধর মাইকাপ সহ জেলার বামফ্রন্টের নেতারা।
# কংগ্রেস নেতা অধীর চৌধুরীকে তেমনভাবে আমল দিতে নারাজ বহরমপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইন্দ্রনীল সেন। আমল দিচ্ছেন না তাঁর প্রার্থী হওয়া নিয়ে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের অন্দরের ক্ষোভকেও। একান্ত সাক্ষাৎকারে এমন নানা কথা শোনালেন ইন্দ্রনীল সেন।
# রবিবাসরীয় ভোট প্রচারে জমজমাট ছিল হুগলি লোকসভা কেন্দ্র। সকালে প্রচারে নামেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না দে নাগ। দলের কর্মী-সমর্থকদের সঙ্গে সুগন্ধা মোড় থেকে চুঁচুড়া পর্যন্ত দীর্ঘ পদযাত্রায় অংশ নেন তিনি। নেতৃত্ব দেন হুগলির তৃণমূল বিধায়ক অসীম মজুমদার।
# লোকসভা ভোটযুদ্ধে এই প্রথম অর্থনীতিবিদ অসীম দাশগুপ্ত। দমদম কেন্দ্রে এবারের সিপিআইএম প্রার্থী তিনি।
# বড় মিটিং বা মিছিল নয়। বাড়ি বাড়ি গিয়ে প্রচার এবং ছোট সভা-কর্মী সভার ওপরই বেশি গুরুত্ব দিচ্ছেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী ঈশ্বরচন্দ্র দাস। সঙ্গে অবশ্যই সোস্যাল নেটওয়ার্কিংকে ব্যবহার করছেন তিনি।রবিবার বিকেলে কাটোয়ার আর্য ব্যায়াম সমিতির মাঠে সভা করেন সিপিআইএম প্রার্থী। রবিবার কাটোয়াতে প্রচার করলেন বর্ধমান পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুনীল মণ্ডলও। রবীন্দ্রভবনের সামনে থেকে পৌরসভা মোড় পর্যন্ত প্রার্থীর সমর্থনে প্রচার মিছিল করে তৃণমূল কংগ্রেস।
# দলের প্রার্থী তাপস সিনহার সমর্থনে কাঁথিতে প্রচারে গিয়ে সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দকে এক হাত নিলেন সিপিআইএম নেতা রবীণ দেব। বামফ্রন্ট ত্যাগ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কিরণময় নন্দের দল। কাঁথির মারিশায় রবীণ দেবের মন্তব্য, সুবিধা নিতে গিয়ে যদি কেউ ঐক্য ভাঙেন, তাতে বামফ্রন্টের ভাবমূর্তি নষ্ট হবে না। নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন সিপিআইএম প্রার্থী তাপস সিনহা, রাজ্যের প্রাক্তন মন্ত্রী চক্রধর মাইকাপ সহ জেলার বামফ্রন্টের নেতারা।