৮ অগাস্ট রাজ্যসভার ৯ আসনে ভোট, ৬টি পশ্চিমবঙ্গের

Updated By: Jul 15, 2017, 11:58 AM IST
৮ অগাস্ট রাজ্যসভার ৯ আসনে ভোট, ৬টি পশ্চিমবঙ্গের

ওয়েব ডেস্ক : ৮ অগাস্ট রাজ্যসভার ৯টি আসনে ভোট। জানিয়ে দিল নির্বাচন কমিশন। এর মধ্যে ৬টি আসনই পশ্চিমবঙ্গের। নোটিফিকেশন জারি হবে ২১ জুলাই। মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৮ জুলাই।

৮ অগাস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ভোট নেওয়া হবে। গণনা হবে ওই দিনই। এর আগে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য, ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয় রাজ্যসভার ভোট। ১৮ অগাস্ট মেয়াদ শেষ হচ্ছে এ রাজ্যের ৬ সাংসদের। তার আগেই ভোট নেওয়া হবে।

যে সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা হলেন ডেরেক ও'ব্রায়েন, সুখেন্দুশেখর রায়, দোলা সেন, দেবব্রত বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্য ও সীতারাম ইয়েচুরি। সংখ্যাতত্ত্বের হিসেবে ৬টির মধ্যে ৫টি-ই যাবে তৃণমূলের দখলে।  

আরও পড়ুন, আধার নিয়ে ফের কেন্দ্র-রাজ্য সংঘাত, মুখ্যসচিবকে কড়া চিঠি কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের

.