জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সাতসকালেই হেভিওয়েট হানায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সল্টলেকের বিসি ব্লকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয়র বাড়িতে ইডি। রেশন দুর্নীতি তদন্তে প্রাক্তন খাদ্যমন্ত্রীর পাশের বাংলোতেও তল্লাশি। দরিদ্রের রেশনে দেদার দুর্নীতি। বাকিবুরকে জেরায় ক্লু ইডির হাতে। মন্ত্রী ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয়ের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা নিয়েই তল্লাশি চালাচ্ছে ইডি। হোটেল, রেস্তোরাঁ, পানশালা, চালকল তো ছিলই। এবার আরও সম্পত্তির হদিশ। ৯৫ জায়গায় ১০৩২ কাঠা জমি। বাজারদর প্রায় ১০০ কোটি, দাবি এজেন্সির।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন, Durga Puja: ফের রাজ্যপালের 'দুর্গারত্ন' প্রত্যাখান, লুমিনাসের পথেই হাঁটল টালা প্রত্যয়
পুজো মিটতেই ফের অভিযানে ইডি। রেশন দুর্নীতি মামলায় ফের ইডি-র হেভিওয়েট হানা। একসঙ্গে ৮ জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরের। সল্টলেকে মন্ত্রীর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সি। বিসি ব্লকে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা ইডির। নাগেরবাজারের দু'জায়গায় ইডি অভিযান। স্বামী বিবেকানন্দ রোডে মন্ত্রীর আপ্তসহায়কের জোড়া ফ্ল্যাটেও এজেন্সি। আপ্তসহায়ক অমিত দের ২টি ফ্ল্যাটে হানা। ভগবতী পার্কের একটি ফ্ল্যাটেও ইডি অভিযান।
যদিও স্থানীয় সূত্রে খবর, ফ্ল্যাটটি বিক্রি করে দিয়েছেন অমিত দে। তিনটি ফ্ল্যাটই তালাবন্দি বলে ইডি সূত্রে খবর। জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীনই দুর্নীতির যোগ বলে সন্দেহ এজেন্সির। ইডির কাকভোরে সিজিও থেকে পরপর গাড়ি বেরোয়। ভোর সাড়ে ছটা নাগাদ নাগেরবাজারে এজেন্সির টিম। কেন্দ্রীয় বাহিনী নিয়েই ফের অপরেশন। ভোরেই CRPF ক্যাম্প থেকেও জওয়ানদের নিয়ে পরপর জিপ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৬.১০ নাগাদ আট থেকে দশ জনের ইডির আধিকারিকদের একটি দল জ্যোতিপ্রিয় মল্লিকের সল্টলেকের বাড়িতে হানা দেন। সেই সময় জ্যোতিপ্রিয় মল্লিক বাড়িতে ছিলেন না। তবে কিছুক্ষণের মধ্যেই তিনি আসেন। BC 245, 244 পাশাপাশি এই দুটি বাড়িই ঘিরে রেখেছেন কেন্দ্রীয় জওয়ানরা। এর মধ্যে BC-245 বাড়ির ভিতরে মন্ত্রী রয়েছেন। উল্লেখ্য, এর আগে রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছিল বাকিবুর রহমানকে। আর রেশন বণ্টন দুর্নীতিতে বাকিবুর রহমানের গ্রেফতারির পর বার বার উঠে এসেছে জ্যোতিপ্রিয়র নাম।
আরও পড়ুন, Kolkata Metro: পুজোয় মেট্রোয় সর্বকালীন রেকর্ড! জেনে নিন যাত্রীসংখ্যা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)