নারদ মামলায় এবার ম্যাথু স্যামুয়েলকে সমন পাঠাল ইডি
নারদ-তদন্তে ফের নয়া মোড়। এই মামলায় এবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে সমন পাঠাল ইডি। ১৮-ই মে দুপুর বারোটায় কলকাতার ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাথু বা তাঁর প্রতিনিধিকে দেখা করতে বলা হয়েছে সেখানে।
ওয়েব ডেস্ক : নারদ-তদন্তে ফের নয়া মোড়। এই মামলায় এবার নারদ কর্তা ম্যাথু স্যামুয়েলকে সমন পাঠাল ইডি। ১৮-ই মে দুপুর বারোটায় কলকাতার ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ম্যাথু বা তাঁর প্রতিনিধিকে দেখা করতে বলা হয়েছে সেখানে।
আরও পড়ুন- আম পাড়তে বাধা; মহিলাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ
এদিকে, নারদকাণ্ডে এই প্রথমবার ইডির সমন পেলেন ম্যাথু। এর আগে সিবিআইয়ের জেরার মুখেও পড়তে হয় তাঁকে। নারদকাণ্ডে বয়ান রেকর্ড করতে গতমাসেই দিল্লির CBI অফিসে হাজিরা দেন তিনি। এরপরই সপ্তাহ দুয়েক আগেই নারদ মামলার তদন্ত শুরু করেছে ইডি। স্বতঃপ্রণোদিতভাবে মামলা রুজু করা হয় বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরটের তরফে জানানো হয়েছে।