রাজ্যে বিনিয়োগে আগ্রহী এসেল গ্রুপ, শহরে এসে ঘোষণা চেয়ারম্যান সুভাষ চন্দ্রের
রাজ্যে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে আগ্রহী এসেল গ্রুপ। কলকাতায় এসে এই ঘোষণা করলেন এসেল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র। তাঁর গলায় শোনা গিয়েছে রাজ্য সরকারের নতুন শিল্পনীতির ভূয়সী প্রশংসা।
ওয়েব ডেস্ক: রাজ্যে বিনিয়োগের বিপুল সম্ভাবনা রয়েছে। বিনিয়োগে আগ্রহী এসেল গ্রুপ। কলকাতায় এসে এই ঘোষণা করলেন এসেল গ্রুপের চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র। তাঁর গলায় শোনা গিয়েছে রাজ্য সরকারের নতুন শিল্পনীতির ভূয়সী প্রশংসা।
এসেল গ্রুপের নজরে এবার এ রাজ্যও। এসেল গ্রুপ-ভারতকে বিশ্বের শিল্প মানচিত্রে সামনের সারিতে তুলে আনতে যার ভূমিকা অন্যতম। ব্যবসা ছাড়াও সামাজিক ক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে বরাবর অগ্রণী ভূমিকায় যে সংস্থা...
শিল্প, পরিকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী এসেল গ্রুপ। বৃহস্পতিবার কলকাতায় এসে একথা বলেন সংস্থার চেয়ারম্যান ডক্টর সুভাষ চন্দ্র।
রাজ্য সরকারের নতুন শিল্পনীতি উত্সাহব্যঞ্জক বলে মন্তব্য করেছেন এসেল গ্রুপের চেয়ারম্যান। এর আগে ধরনা-বিক্ষোভ-আন্দোলনের জেরে যে হারে কাজের দিন নষ্ট হত, তা এখন বন্ধ হয়েছে। এটিও আশার কথা, বলেন ডক্টর চন্দ্র।
রাজ্যে বিনিয়োগের প্রশ্নে এসেল গ্রুপের আরেক প্রস্তাব, স্মার্ট সিটি তৈরি। যেখানে শহরের সামগ্রিক উন্নয়নের যাবতীয় দায়িত্ব নিজের হাতে তুলে নেবে এসেল গ্রুপ। মধ্যপ্রদেশে পাঁচটি শহরকে স্মার্ট সিটি করার কাজ শুরু হয়ে গিয়েছে। পশ্চিমবঙ্গেও স্মার্ট সিটি গড়তে আগ্রহী এসেল গ্রুপ। এনিয়ে প্রস্তাব দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। কোন শহরকে স্মার্ট সিটি করার কথা ভাবা হচ্ছে, তা এখনই খোলসা করেননি ডক্টর চন্দ্র। তবে তাঁর আশা, কথা এগোচ্ছে। কার্যক্ষেত্রেও হাতেনাতে মিলবে ফল।