কাঁটা দিয়ে কাঁটা তুলতে এবার আসরে তৃণমূল

কাঁটা দিয়ে কাঁটা তুলতে এবার আসরে তৃণমূল। সারদার টাকা বাংলাদেশে জঙ্গি কাজকর্মে ব্যবহার নিয়ে তৃণমূল সাংসদ ইমরানকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। কিন্তু সংসদে সেই বিজেপিরই  মন্ত্রী  উল্টো গেয়ে ফেলায় পাল্টা অস্ত্র পেয়ে গেল তৃণমূল।

Updated By: Dec 4, 2014, 05:47 PM IST
কাঁটা দিয়ে কাঁটা তুলতে এবার আসরে তৃণমূল

ওয়েব ডেস্ক: কাঁটা দিয়ে কাঁটা তুলতে এবার আসরে তৃণমূল। সারদার টাকা বাংলাদেশে জঙ্গি কাজকর্মে ব্যবহার নিয়ে তৃণমূল সাংসদ ইমরানকে কাঠগড়ায় তুলেছে বিজেপি। কিন্তু সংসদে সেই বিজেপিরই  মন্ত্রী  উল্টো গেয়ে ফেলায় পাল্টা অস্ত্র পেয়ে গেল তৃণমূল।

সারদার টাকা বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী  জামাতের হাতে যাওয়া নিয়ে বারবার অভিযোগ তুলেছে বিজেপি। এজন্য তৃণমূল সাংসদ হাসান আহমেদ ইমরানকে কাঠগড়ায় পর্যন্ত তোলেন তাঁরা। কিন্তু বুধবার প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং সংসদে জানান, সারদার টাকা বাংলাদেশের জঙ্গি কার্যকলাপে ব্যবহৃত হয়েছে, তদন্তে এখনও  এমন তথ্য জানা যায়নি। সেই জিতেন্দ্র-জালেই  বিজেপিকে ঘায়েল করতে কোণঠাসা তৃণমূল এখন নতুন উদ্যমে ময়দানে।

ডেরেকের যুক্তি- ইমরান সিমির সদস্য ছিলেন ১৯৮৪ সাল পর্যন্ত। কিন্তু নাশকতামূলক কাজের জন্য সিমি নিষিদ্ধ হয় ২০০১ সালে।
 
ইমরানের বোন বাংলাদেশে থাকেন। তাই তিনি বাংলাদেশে যাতায়াত করেন। সৌদি আরবের ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাঙ্ক দুঃস্থ পড়ুয়াদের বৃত্তি দেয়। ওই ব্যাঙ্কের কাউন্সেলর  ইমরান। ব্যাঙ্কের সঙ্গে তাঁর যোগ এটুকুই। কয়েকদিন আগেই এই ইস্যুতে সংসদে তৃণমূল এবং  ইমরানকে তীব্র আক্রমণ করেন বিজেপি সাংসদ কিরিট সোমাইয়া ও অনুরাগ ঠাকুর। ধর্মতলার সমাবেশে সুর আরও চড়ান বিজেপি সভাপতি। বিজেপির ওই নেতাদের বিরুদ্ধে এবার সংসদে স্বাধিকারভঙ্গের নোটিস দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তৃণমূল।

.