দক্ষিণ এশিয়ায় ভারতের শক্তি বাড়াল রাফাল: বায়ুসেনার প্রাক্তন প্রধান অরূপ রাহার

২৯ জুলাই ভারতের মাটি স্পর্শ করেছিল ৫টি ফরাসী যুদ্ধবিমান রাফাল। বৃহস্পতিবার ওই যুদ্ধবিমানগুলি অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত হল ভারতীয় বায়ুসেনায়। 

Updated By: Sep 10, 2020, 07:17 PM IST
দক্ষিণ এশিয়ায় ভারতের শক্তি বাড়াল রাফাল: বায়ুসেনার প্রাক্তন প্রধান অরূপ রাহার

নিজস্ব প্রতিবেদন: টিভিতে তখন চলছে লাইভ, রাফালকে দেওয়া হচ্ছে 'ওয়াটার স্যালুট'। আর পাঁচটা ভারতীয়র মতো সেই দৃশ্য দেখে অভিভূত বায়ুসেনার প্রাক্তন প্রধান অরূপ রাহা। মনে মনেই অভিবাদন জানালেন বায়ুসেনার নতুন ৫ সদস্যকে। Zee ২৪ ঘণ্টা ডিজিটালের প্রতিনিধিকে অরূপবাবু বলেন, ''যুদ্ধে রাফালের জুড়ি নেই, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতের শক্তি অনেকটা বাড়িয়ে দেবে রাফাল।''         

২৯ জুলাই ভারতের মাটি স্পর্শ করেছিল ৫টি ফরাসী যুদ্ধবিমান রাফাল। বৃহস্পতিবার ওই যুদ্ধবিমানগুলি অম্বালা বিমানঘাঁটিতে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভূক্ত হল ভারতীয় বায়ুসেনায়। রাফাল আসায় কতটা এগিয়ে গেল ভারত? অরূপ রাহার কথায়,''প্রতিবেশীদের চেয়ে ভারতের সামরিকশক্তি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাফাল। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় ভারতের শক্তি অনেকটা বেড়ে গেল।''

লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় ভারত-চিন সংঘাতের পরিস্থিতিতে আরও রাফালের দরকার বলে অভিমত বায়ুসেনার প্রাক্তন প্রধানের। বলেন,''লেহ-লাদাখের যা অবস্থা তাতে রাফালের প্রয়োজনীয়তা রয়েছে। তবে আরও বেশি সংখ্যায় রাফাল থাকলে ভালো হত।'' বলে রাখি, মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান ধাপে ধাপে অন্তর্ভূক্ত হবে ভারতীয় সেনাবাহিনীতে।নভেম্বরেই দ্বিতীয় দফায় আসবে আরও ৫টি রাফাল। 

এদিন অম্বালায় বায়ুসেনা ঘাঁটিতে রাফালের অন্তর্ভূক্তিকরণ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন  প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলে, চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভদৌরিয়া ও রাফালের নির্মাণকারী সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনের প্রতিনিধিরা। ফরাসি প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পারলের কথায়, ভারত-ফ্রান্স প্রতিরক্ষাক্ষেত্রে নয়া অধ্যায় লিখতে চলেছে। সেনার দৃষ্টিভঙ্গিতে দেখতে বিশ্বের অন্যতম সেরা শক্তি হতে চলেছে ভারত। আর কৌশলগত দিক থেকে এই অঞ্চলে শক্তিশালী হয়ে উঠবে।       

 

আরও পড়ুন- নেহরু থেকে মোদী- গোড়াতেই গলদ! কাশ্মীরের বদলা তিব্বতে নিলে জব্দ হত চিন

 

.