Exclusive: সম্ভাবনা থাকা সত্ত্বেও কলকাতা হয়ে উঠেছে অবসরপ্রাপ্তদের শহর: Dhankhar

বাংলায় কি ৩৫৬ ধারা জারির সুপারিশ করবেন? কী জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়? 

Updated By: Feb 19, 2021, 09:24 PM IST
Exclusive: সম্ভাবনা থাকা সত্ত্বেও কলকাতা হয়ে উঠেছে অবসরপ্রাপ্তদের শহর: Dhankhar

নিজস্ব প্রতিবেদন: জবাব দিচ্ছিলেন বাংলায় কি ৩৫৬ ধারা জারির সুপারিশ করবেন? সেই সূত্র ধরে তাঁর দৃষ্টিতে বাংলার পরিস্থিতি তুলে ধরলেন জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। Zee ২৪ ঘণ্টা Kolkata Conclave 2021-এ রাজ্যপাল বলেন, 'কলকাতা এখন অবসরপ্রাপ্তদের শহর হয়ে উঠেছে। এটা আমার হৃদয়কে নাড়া দেয়।'    

বাংলায় ৩৫৬ ধারা জারির দাবি করে আসছে বিজেপি। এনিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) অভিমত দিয়েছেন, 'সাংবিধানিক প্রক্রিয়ায় রাজ্যপালের সুপারিশের পরই রাষ্ট্রপতি শাসন জারির কথা বিবেচনা করে কেন্দ্র।' বাংলায় কি ৩৫৬ ধারা লাগুর সুপারিশ করবেন? রাজ্যপালকে প্রশ্ন করেন Zee ২৪ ঘণ্টার এডিটর অঞ্জন বন্দ্যোপাধ্যায়। জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) সহাস্য জবাব, 'এটা গুগলি নয়। ট্রিকি প্রশ্ন। সাংবিধানিক বাধ্যবাধকতায় কিছু বিষয় মিডিয়াতে বলতে নেই। আমি দুটি বিষয়ে সংবাদমাধ্যমে মন্তব্য করি না। মুখ্যমন্ত্রী ও আমার মধ্যে কথোপকথন কখনও বাইরে বলিনি। তবে আমি পত্র লিখে প্রকাশ করি। এনিয়ে আলোচনা করি না। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির সঙ্গে আলোচনা প্রকাশ করি না। যা-ই করি না, যে অধিকারই রাজ্যপালের কাছে থাকুক, সবার আগে অবহিত হবেন মুখ্যমন্ত্রী। কারণ, আমরা দুজনেই সংবিধানের কাছে দায়বদ্ধ। পরিস্থিতি তেমন বিপজ্জনক হলে সবার আগে মুখ্যমন্ত্রীকে জানাব। আমরা পার্টনার। কাঁধে কাঁধ মিলিয়ে জনতার সেবা করাই আমাদের কাজ।'

আরও পড়ুন- Exclusive:নেত্রী হিসাবে মমতা বড় কিন্তু প্রশাসক হিসাবে বিফল: Amit Shah

 

বাংলার বর্তমান অবস্থার কথা তুলে ধরে রাজ্যপালের টিপ্পনী,'কলকাতা অবসারপ্রাপ্তদের শহর হয়ে উঠেছে। এটা আমার হৃদয়কে নাড়া দেয়।' ধনখড়ের কথায়,'এখানে এত সম্ভাবনা। পরিষেবাক্ষেত্রে বাংলার মোকাবিলা করা সম্ভব নয়। অথচ হাতেগোনা শিল্পপতিই রয়েছেন এখানে। ফ্যাটিগ এলিমেন্ট তো আসবেই। হার্ভার্ড, কেমব্রিজ, লন্ডন স্কুল অব ইকনমিকস- এমন কোনও প্রতিষ্ঠান নেই যেখানে বাঙালি মস্তিষ্ক নেই।। এত ট্যালেন্ট থাকা সত্ত্বেও চলে যাচ্ছেন বাইরে চলে যাচ্ছেন যুবকরা। কলা-সংস্কৃতি,  বিজ্ঞান, ভূগোল, প্রকৃতির আশীর্বাদ- সব কিছু রয়েছে এখানে। আমরা এক নম্বর হতে পারি। কেন নম্বর ওয়ান নয়, সেটা ভাবতে হবে।'     

আরও পড়ুন- Exclusive: Left-Congress জোট একটু বেশি ভোট পেলে আমাদের সুবিধা: Sougata

.