শ্যালিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

পুলিস সূত্রে খবর, শ্যালিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ধৃত সুরজিত্‍ পাল। একথা স্ত্রী টুম্পা জেনে যেতেই অশান্তি চরমে ওঠে। তখনই তাঁকে দুনিয়ে থেকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা কষেন সুরজিত্‍।

Updated By: Jan 25, 2018, 08:37 AM IST
শ্যালিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক, স্ত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী

নিজস্ব প্রতিবেদন: চেতলায় গৃহবধূ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। স্ত্রীকে খুনের দায়ে গ্রেফতার স্বামী। সামনে এল ত্রিকোণ সম্পর্ক।

পুলিস সূত্রে খবর, শ্যালিকার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন ধৃত সুরজিত্‍ পাল। একথা স্ত্রী টুম্পা জেনে যেতেই অশান্তি চরমে ওঠে। তখনই তাঁকে দুনিয়ে থেকেই সরিয়ে দেওয়ার পরিকল্পনা কষেন সুরজিত্‍।

গতকাল গভীর রাতে হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তবে একাজ তিনি একাই করেছেন নাকি কোনও সঙ্গী ছিল তা জানতে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিস। মৃতের বোনের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। তিনি খুন সম্পর্কে অন্ধকারে ছিলেন নাকি আগে থেকে সবকিছুই জানতেন, উত্তরের খোঁজে পুলিস।

আরও পড়ুন- পাবলিক টয়লেটে ২ টাকায় ন্যাপকিন, পথ দেখাচ্ছে কলকাতার প্যাডম্যান

গতকাল 63/A আলিপুর রোডের বাড়ি থেকে উদ্ধার হয় টুম্পা পালের রক্তাক্ত দেহ। বছর দুয়েক ধরে স্বামী ও দুই ছেলেকে নিয়ে ভাড়া থাকছিলেন টুম্পা। পুলিসের অনুমান, শ্বাসরোধ করে মারার পরও মৃত্যু নিশ্চিত করতে এলোপাথারি কোপানো হয় তাঁকে।

.