বাজেট অধিবেশনে দলীয় বিধায়কদের হাজিরা বাধ্যতামূলক, নির্দেশ তৃণমূলের

বিধায়কদের হাজিরা বাড়াতে পাঠানো হল এসএমএস। 

Updated By: Jan 24, 2018, 10:18 PM IST
বাজেট অধিবেশনে দলীয় বিধায়কদের হাজিরা বাধ্যতামূলক, নির্দেশ তৃণমূলের

কমলিকা সেনগুপ্ত

বিধানসভায় বিধায়কদের হাজিরা নিয়ে কড়া তৃণমূল নেতৃত্ব। আসন্ন বাজেচ অধিবেশনে বিধায়কদের উপস্থিতি বাড়াতে নির্দেশ দিলেন তৃণমূলের মুখ্য সচেতক। 

বিধানসভার অধিবেশনে নিয়মিতভাবেই গরহাজির থাকেন অনেক বিধায়ক। নিজের এলাকা ছেড়ে কলকাতায় আসতে প্রবল অনীহা তাঁদের। বিধায়কদের বিধানসভায় আনতে তাই এসএমএস পাঠাল তৃণমূল। তাতে বলা হয়েছে, রাজ্যপালের ভাষণ ও বাজেট পেশের দিন হাজির থাকা বাধ্যতামূলক। 

আরও পড়ুন- 'পদ্মাবত'-এর পাশে মুখ্যমন্ত্রী মমতা

প্রতিবারই তৃণমূল বিধায়কদের হাজিরা নিয়ে বিস্তর অভিযোগ। এবার তাই গরহাজিরায় লাগাম টানতে চাইছে তৃণমূল নেতৃত্ব। যদিও প্রশ্ন উঠছে, এসএমএস পাঠানোর পরও কি উপস্থিতির হার বাড়বে? তৃণমূল সূত্রে খবর, গরহাজির বিধায়করা উপযুক্ত কারণ দর্শাতে না পারলে শাস্তি পেতে হবে।      

.