প্রতিশ্রুতি সার, ফেয়ার প্রাইস শপে বিকোচ্ছে বাজারদরের সবজি
প্রতিশ্রুতিই সার। সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি করা মুখ্যমন্ত্রীর সাধের সবজির ফেরায়প্রাইস শপে বিকোচ্ছে বাজারদরেরই সবজি। এমনকী যে আলুর দাম মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন সেই আলুই পাওয়া যাচ্ছে না সরকারের ফেয়ারপ্রাইস শপে। কাঁকুরগাছি ভিআইপি মার্কেটে ন্যায্য মূল্যের সবজির দোকানে এমনই ছবি ধরা পড়ল ।
প্রতিশ্রুতিই সার। সাধারণ মানুষের সুবিধার্থে তৈরি করা মুখ্যমন্ত্রীর সাধের সবজির ফেরায়প্রাইস শপে বিকোচ্ছে বাজারদরেরই সবজি। এমনকী যে আলুর দাম মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন সেই আলুই পাওয়া যাচ্ছে না সরকারের ফেয়ারপ্রাইস শপে। কাঁকুরগাছি ভিআইপি মার্কেটে ন্যায্য মূল্যের সবজির দোকানে এমনই ছবি ধরা পড়ল ।
সরকারের বেধে দেওয়া চোদ্দ টাকায় আলু বিক্রি করতে নারাজ বিক্রেতারা। একমাত্র বেগুন ছাড়া সব সবজির দামই খোলা বাজারের সমান। এমনকী কিছু সবজির দাম বাজারের থেকেও বেশি ফেরায় প্রাইস শপে। ফলে ফেয়ার প্রাইস শপের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।