ওয়েব ডেস্ক: ভুয়ো চিকিত্সকের যোগ কলকাতাতেও। রুবি জেনারেল হাসপাতালে ২০১০ থেকে এক বছর কাজ করেছিলেন ভুয়ো চিকিত্সক কাইজার আলম। এ জন্য রুবি জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে নোটিস পাঠাল সিআইডি। কীভাবে কাইজারকে নিয়োগ করা হল, কত টাকা মাইনে ছিল তার, ইত্যাদি বিষয় হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চেয়েছে সিআইডির তদন্তকারীরা। রুবি হাসপাতালে বেশ কিছু ডেথ সার্টিফিকেট দিয়েছিল কাইজার। সেগুলি পোস্ট মর্টেমের পর দেওয়া হয় কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে।

অন্যদিকে, রেল ব্রিজে ট্রেলার আটকে বিপত্তি। দীর্ঘক্ষণ ব্যাহত হল যান চলাচল। ঘটনা রবীন্দ্র সরোবরে। আজ ভোর চারটে নাগাদ দ্রুত গতিতে আসা কন্টেনার বোঝাই একটি ট্রেলার ব্রিজের সামনে লোহার বিমে ধাক্কা মারে। বিম ভেঙে ট্রেলারটি রেল ব্রিজে আটকে যায়। দুর্ঘটনায় রেল ব্রিজের ক্ষতি না হলেও SP মুখার্জি রোডে টালিগঞ্জগামী লেনে যান চলাচল থমকে যায়। ঘটনাস্থলে যান পুলিস , দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। গ্যাস কাটার, ক্রেনের সাহায্যে ট্রেলারটিকে সরিয়ে নিয়ে যাওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্রমের গাড়ির CDR পরীক্ষা করে চাঞ্চল্যকর তথ্য পেলেন বিশেষজ্ঞরা

ভারত-পাক দ্বিপাক্ষিক সম্পর্কের অবনতির জন্য পাকিস্তানকেই দায়ী করল আমেরিকা

English Title: 
Fake doctor at Kolkata
News Source: 
Home Title: 

ভুয়ো চিকিত্সকের যোগ কলকাতাতেও

ভুয়ো চিকিত্সকের যোগ কলকাতাতেও
Yes
Is Blog?: 
No