Farmers Protest: ধুন্ধুমার পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করলেন Mamata

দিল্লির কৃষক আন্দোলনে শুরু থেকে সমর্থন দিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: Jan 26, 2021, 07:50 PM IST
Farmers Protest: ধুন্ধুমার পরিস্থিতির জন্য কেন্দ্রকে দায়ী করলেন Mamata

নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলকে কেন্দ্র করে রণক্ষেত্রে রাজধানী। ঘটনায় কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamatata Banerjee)। তৃণমূল নেত্রী (TMC Supremo) টুইটারে লিখেছেন,'দিল্লির রাস্তায় যা হচ্ছে, তা অত্যন্ত উদ্বেগজনক। কৃষক ভাই-বোনদের প্রতি কেন্দ্রের অসংবেদনশীল ও উদাসীনতাই পরিস্থিতির জন্য দায়ী।'               

দিল্লির কৃষক আন্দোলনে শুরু থেকে সমর্থন দিয়ে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ডেরেক ও'ব্রায়েন-সহ দলের সাংসদদের পাঠিয়েছিলেন সিঙ্ঘু সীমান্তে। সেখানে ফোনে কৃষক নেতাদের সঙ্গে কথা হয় তৃণমূল নেত্রীর। মঙ্গলবার প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিল (Kisan March) ঘিরে ধুন্ধুমার দিল্লিতে। ব্যারিকেড ভেঙে লালকেল্লায় ঢুকে পড়েন কৃষকরা। এই অস্থির অবস্থার জন্য কেন্দ্রের মনোভাবকেই দায়ী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। টুইট করেছেন,'দিল্লির রাস্তার ঘটনা উদ্বেগজনক। আমি ব্যথিত। এই পরিস্থিতির জন্য দায়ী কেন্দ্রের অসংবেদনশীল ও উদাসীনতা।'      

তিনি আরও লিখেছেন, 'প্রথমত কৃষকদের সঙ্গে আলোচনা না করেই পাস হল আইন। তারপর গত ২ মাস ধরে দিল্লি তথা দেশজুড়ে কৃষক বিক্ষোভের পরেও কেন্দ্রীয় সরকার গড়িমসি করেছে। কৃষকদের সঙ্গে কথা বলে দানবীয় আইন প্রত্যাহার করা উচিত।'                        

কৃষকদের ট্র্যাক্টর মার্চ ঘিরে এ দিন পরিস্থিতি অশান্ত হয়ে ওঠে। বিক্ষোভকারী কৃষকদের সামাল দিতে জলকামান ব্যবহার করে দিল্লি পুলিস। লাঠি চালানোর অভিযোগও উঠেছে। ট্র্যাক্টর উল্টে মৃত্যু হয়েছে এক কৃষকের। ১৮ জন পুলিস কর্মী চিকিৎসাধীন বলে খবর।   

আরও পড়ুন- ভিক্টোরিয়ায় 'জয় শ্রী রাম'-এ অসন্তুষ্ট RSS; নেপথ্যে কারা? রিপোর্ট চাইলেন Nadda

.