ভূমিকম্পে বহুতলে ভয়

রয়েছে সৌন্দর্যের হাতছানি, রয়েছে উচ্চতায় থাকার এক্টাইটমেন্টও। তবে শনিবারের ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলেছে বহুতলের আবাসিকদের কপালে।

Updated By: Apr 26, 2015, 11:08 PM IST
ভূমিকম্পে বহুতলে ভয়

ওয়েব ডেস্ক: রয়েছে সৌন্দর্যের হাতছানি, রয়েছে উচ্চতায় থাকার এক্টাইটমেন্টও। তবে শনিবারের ভূমিকম্প চিন্তার ভাঁজ ফেলেছে বহুতলের আবাসিকদের কপালে।

কখনও সিকিম তো কখনও ভূটান। আবার কখনও নেপাল। ভূমিকম্পের এপিসেন্টার যেখানেই হোক না কেন প্রতিবারই কেঁপে উঠেছে কলকাতা। শনিবারের ভূমিকম্পের তীব্রতা নতুন করে নাড়া দিয়েছে ভূতাত্ত্বিকদের। তাঁদের মতে, ভূমিকম্পের প্রোন জোন না হলেও দিন দিন তিলোত্তমার বুকে যেভাবে বহুতলগুলি মাথা তুলছে তাতে বাড়ছে বিপদের আশঙ্কা। শনিবারের ভূমিকম্পে রীতিমতো আতঙ্কিত বহুতলের আবাসিকরা।

শনিবার ভূমিকম্পের স্থায়ীত্ব ছিল ৩০ সেকেন্ড। যা ছাপিয়ে গেছে গত ১০ বছরের যাবতীয় রেকর্ড। এবারের ভূমিকম্পের বিভত্‍সতা বহুতলের আবাসিকদের উদ্বেগকে বাড়িয়ে দিলো আরও কয়েক গুণ।

.