নিজস্ব প্রতিবেদন: বিধানসভা ভোটের আবহে রাজ্যের বাতাস বহুদিনই হল গরম হয়ে আছে। এর সঙ্গে দোলযাত্রার লগ্ন থেকে শুরু হয়েছে নন্দীগ্রাম-বিতর্ক। সেই বিতর্কে শুভেন্দুকে নিশানা করে আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর অভিযোগ, নন্দীগ্রামে সেদিনের গুলিচালনার ঘটনায় জড়িত ছিল অধিকারী-পরিবার। সেই সূত্রেই চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় মুখ্যমন্ত্রীর দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, সব কিছু জেনেও তা হলে এতদিন আপনি চুপ করে ছিলেন কেন?
 
আগামী ১ এপ্রিল দ্বিতীয় দফার ভোট। ভোট নন্দীগ্রামেও। সেই ভোটে মমতা বনাম শুভেন্দু'র হাইভোল্টেজ লড়াই। তার আগে ১৪ বছর আগেকার ঘটনা নিয়ে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। রেয়াপাড়ায় মুখ্যমন্ত্রীর অভিযোগ, ২০০৭-এর ১৪ মার্চে নন্দীগ্রামে (Nandigram) পুলিস ঢোকার কথা জানতেন শিশির অধিকারী (Sisir Adhikari) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সিপিআইএম নয়, সেদিন নন্দীগ্রামে পুলিস ঢোকার দায় মমতা কার্যত অধিকারী পরিবারের ঘাড়ে ঠেলে দিলেন। তৃণমূলনেত্রী বলেন, 'যাঁরা গুলি চালিয়েছিল, তাঁদের মনে আছে? সেদিন পুলিসের ড্রেস পরে এসেছিল, মনে আছে? হাওয়াই চটি পরে এসেছিল বলে ধরা পড়ে গিয়েছিল। ... এই বাপ-বেটার পারমিশন ছাড়া সেদিন নন্দীগ্রামে পুলিস ঢুকতে পারত না।' এরই সঙ্গে মমতার অভিযোগ, 'গ্রামে গুলি চলার সময় সেদিন বাপও ছিল না, বেটাও ছিল না। সূর্যোদয়ের সময়ে ১৫ দিন বাড়ি থেকে বের হয়নি। আমায় বিশ্বাস না হলে মুকুল রায়কে জিজ্ঞাসা করুন, যদি সত্যি বলে...'


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: আমাদের নন্দীগ্রাম আন্দোলন ব্যর্থ হয়নি


এর পরে ঠাকুরচকের সভা থেকে আরও একধাপ সুর চড়ান মমতা (Mamata Banerjee)। বলেন, ১৪ মার্চে নন্দীগ্রামে (Nandigram) গুলি চলেছিল সিপিআইএম (CPIM) ও অধিকারী পরিবারের যোগসাজশে। তাই অধিকারীর পরিবারের বিরুদ্ধে কোনও মামলা নেই। মামলা করেনি সিপিআইএম। মমতার আরও অভিযোগ, 'যাঁরা সেদিন খুন করল, সিপিআইএমের হার্মাদ, তাঁরা আজকে বিজেপিতে (BJP)। আর গদ্দার তাঁদের নেতা। যারা গণহত্যা করল, তাদের নিয়ে বেরিয়ে পড়ল!'


পাল্টা দিয়েছে অধিকারী শিবিরও। শিশির অধিকারী (Sisir Adhikari)মুখ্যমন্ত্রীর প্রতি তোপ দেগে বলেন, 'সবটাই ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা। তাই সেদিন যে পুলিস অফিসাররা গুলি চালিয়েছিল ক্ষমতায় এসেই তাঁদের উঁচু পদে নিয়োগ করেছিলেন।'


এই পুরো বিষয়টিই বাংলার রাজনৈতিক-সাংস্কৃতিক মহলকে হঠাৎই নাড়া দিয়েছে। নন্দীগ্রাম আন্দোলনের যাথার্থ্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন নাগরিকদের এক অংশ। বিশিষ্ট যাঁরা সেদিন সরাসরি আন্দোলেন যুক্ত ছিলেন, তাঁরা তাই বলছেন নিজেদের অবস্থানের কথা। 


এই প্রেক্ষিতেই কমলেশ্বর (kamaleswar Mukherjee) ২৮ মার্চ তাঁর ফেসবুক পেজে একটি পোস্ট করেন। সেখানে সরাসরি প্রশ্ন করেন মুখ্যমন্ত্রীকেই।


পোস্টটি কমলেশ্বর মুখোপাধ্যায় শুরু করেছেন এই ভাবে:


মাননীয়া মুখ্যমন্ত্রী আজ বললেন:


নন্দীগ্রামে পুলিসের পোশাকে চাষিদের উপর গুলি চালিয়েছিলেন গত দশবছর তাঁর নিজের মন্ত্রিসভার সদস্য ও অবিসংবাদী নেতার ঘাতকবাহিনী।


এর পরই তিনি প্রশ্ন ছুঁড়ে দেন:


১। আপনি সেদিন বাধা দেননি কেন?
২। এ কথা জানা সত্ত্বেও এতদিন তাঁকে বা তাঁদের শাস্তি দেননি কেন?
৩। বামপন্থীদের গণহত্যাকারী বলেছিলেন কেন?
৪। যদি সবটাই জানতেন-- এই গণহত্যার জন্যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিলেন কেন?


পোস্টটির শেষে কমলেশ্বর তাঁর ফ্রেন্ড-ফলোয়ার্সদের উদ্দেশ্যে বলেন-- 'আমার এই প্রশ্নগুলি অমূলক মনে না হলে, প্রশ্নগুলি ছড়িয়ে দিন। একজন সচেতন নাগরিক হিসেবে এটা আপনার কর্তব্য।'


আরও পড়ুন: WB assembly election 2021 : 'কেস হয়নি গদ্দারদের নামে,' নন্দীগ্রাম মামলা নিয়ে CPIM-অধিকারী পরিবারের 'আঁতাত', ফের বিস্ফোরক মমতা