পুড়ে ছাই প্রেসিডেন্সির নতুন ক্যান্টিন

সাত সকালে আগুন। পুড়ে ছাই হয়ে গেল প্রেসিডেন্সির নতুন ক্যান্টিন। সকাল সওয়া ছটা নাগাদ আগুন লাগে ক্যান্টিন Ninety Nine-এ। খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌছয় দমকলের ছয়টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। নষ্ট হয়ে গিয়েছে ইন্টিরিয়র ডেকরেশন। দমকলের কথা অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গা থেকে এখনও ধোঁয়া বেরচ্ছে। আগুন লেগেছে ক্যান্টিনের কাঠের সিলিং-এ। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই বোঝা যাচ্ছে না।

Updated By: Jan 16, 2017, 09:04 AM IST
পুড়ে ছাই প্রেসিডেন্সির নতুন ক্যান্টিন

ওয়েব ডেস্ক: সাত সকালে আগুন। পুড়ে ছাই হয়ে গেল প্রেসিডেন্সির নতুন ক্যান্টিন। সকাল সওয়া ছটা নাগাদ আগুন লাগে ক্যান্টিন Ninety Nine-এ। খুব তাড়াতাড়ি ঘটনাস্থলে পৌছয় দমকলের ছয়টি ইঞ্জিন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। নষ্ট হয়ে গিয়েছে ইন্টিরিয়র ডেকরেশন। দমকলের কথা অনুযায়ী আগুন নিয়ন্ত্রণে এলেও বিভিন্ন জায়গা থেকে এখনও ধোঁয়া বেরচ্ছে। আগুন লেগেছে ক্যান্টিনের কাঠের সিলিং-এ। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনই বোঝা যাচ্ছে না।

আরও পড়ুন- জয়প্রকাশ মজুমদারের মামলায় একাধিক বিষয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে

প্রসঙ্গত, ঐতিহ্যবাহী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর উদযাপন চলছে বেশ কয়েক দিন ধরে। প্রাক্তনী, বর্তমান ছাত্রছাত্রী এবং দেশ বিদেশের বিভিন্ন শিক্ষানুরাগী মানুষদের নিয়ে আয়োজিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান।

আরও পড়ুন- মাঘ পয়লায় নামল তাপমাত্রার পারদ, কলকাতায় রেকর্ড ভাঙা শীত!

.