বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দমদমের হরিচাঁদ পল্লির ৭০টি ঝুপড়ি

বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দমদম পার্ক-ভি আইপি রোড সংলগ্ন হরিচাঁদ পল্লির প্রায় ৭০ টি ঝুপড়ি। আগুনে পুড়ে একজনের মৃত্যু। অগ্নিকাণ্ডের জেরে ২০ টি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। তবে ওই এলাকার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় দমকল কর্মীদের কাজ শুরু করতে সমস্যা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় আরও ছটি ইঞ্জিন। বস্তি থেকে দূরে ভিআইপি রোডের ওপর দমকলের গাড়ি রেখে লম্বা পাইপের সাহায্যে চলছে আগুন নেভানোর কাজ। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

Updated By: Dec 26, 2015, 09:35 PM IST
বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দমদমের হরিচাঁদ পল্লির ৭০টি ঝুপড়ি

ওয়েব ডেস্ক: বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল দমদম পার্ক-ভি আইপি রোড সংলগ্ন হরিচাঁদ পল্লির প্রায় ৭০ টি ঝুপড়ি। আগুনে পুড়ে একজনের মৃত্যু। অগ্নিকাণ্ডের জেরে ২০ টি রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে যাওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ছটি ইঞ্জিন। তবে ওই এলাকার রাস্তা অত্যন্ত সংকীর্ণ হওয়ায় দমকল কর্মীদের কাজ শুরু করতে সমস্যা হয়। পরে ঘটনাস্থলে পৌঁছায় আরও ছটি ইঞ্জিন। বস্তি থেকে দূরে ভিআইপি রোডের ওপর দমকলের গাড়ি রেখে লম্বা পাইপের সাহায্যে চলছে আগুন নেভানোর কাজ। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

তবে আগুন এখন নিয়ন্ত্রণে। ক্ষতিগ্রস্থদের মতে, জমি বিক্রি করা নিয়ে অশান্তি চলছিল বেশ কিছুদিন ধরে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। অভিযোগ খারিজ করলেন বিধাননগরের মেয়র। আগুনে ক্ষতিগ্রস্থ ৩৫০টি পরিবার। আপাতত রাস্তায় আশ্রয় নিয়েছেন তাঁরা। ক্ষতিগ্রস্থদের আশ্রয় এবং খাবারের ব্যবস্থা করা হচ্ছে সব দায়িত্ব নেবে বিধাননগর পুরসভা। এমনটাই জানিয়েছেন বিধাননগর পুরসভার মেয়র।  

.