Firhad Hakim: বাংলায় ২৫ আসন টার্গেট সুকান্তর, "২-এর বেশি পেলে কান ধরে ওঠবস করব", কটাক্ষ ফিরহাদের
রাজ্য বিজেপি সভাপতির দাবি উড়িয়ে তৃণমূলে নেতা জানান, আসন্ন লোকসভা ভোটে এ রাজ্য থেকে একটাও আসন পাবে না বিজেপি (BJP)।
![Firhad Hakim: বাংলায় ২৫ আসন টার্গেট সুকান্তর, "২-এর বেশি পেলে কান ধরে ওঠবস করব", কটাক্ষ ফিরহাদের Firhad Hakim: বাংলায় ২৫ আসন টার্গেট সুকান্তর, "২-এর বেশি পেলে কান ধরে ওঠবস করব", কটাক্ষ ফিরহাদের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/07/02/380989-firhadsukanta.jpg)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৪-এর লোকসভা ভোটে এ রাজ্যে ২৫টি আসন পাবেন বিজেপি (BJP)। এমনই মন্তব্য করেছিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। রাজ্য বিজেপি সভাপতির সেই ভবিষ্যদ্বাণী উড়িয়ে দিলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
বিজেপি নেতার মন্তব্যের পরিপ্রেক্ষিতে শনিবার ফিরহাদ হাকিম (Firhad Hakim) বলেন, "আগামী লোকসভা নির্বাচনে বিজেপি যদি দুইয়ের বেশি আসন পায়, আমি কান ধরে ওঠবস করব। সুকান্ত বাবু যা শর্ত দেবেন তাই মানব। যধি না হয় কী করবেন, উনি বলুন।" রাজ্য বিজেপি সভাপতির দাবি উড়িয়ে তৃণমূলে নেতা জানান, আসন্ন লোকসভা ভোটে এ রাজ্য থেকে একটাও আসন পাবে না বিজেপি (BJP)।
একুশের বিধানসভা ভোটে এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গড়ার স্বপ্ন দেখেছিল বিজেপি। দিলীপ-শুভেন্দুদের স্লোগান ছিল, 'আব কি বার দোশো পার'। তবে ফলাফল বেরলে দেখা যায়, একশোর দণ্ডি পেরতে পারেন গেরুয়া শিবির। বরং মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসেন। এবারও তেমনটাই হবে বলে দাবি ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ।