কসবায় দুষ্কৃতী তাণ্ডব

মঙ্গলবার সন্ধেয়, বিদ্যা দেশাইয়ের গলা থেকে হার ছিনতাই করে ৩ দুষ্কৃতী। বাধা দেওয়ার চেষ্টা করলে বিদ্যা দেশাইকে গুলি করে তাদের একজন। ছিনতাইবাজের গুলিতে আহত বিদ্যা দেশাইকে ভর্তি করা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। প্রায় ৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর কসবার গহবধূ বিদ্যা দেশাইয়ের শরীর থেকে গুলি বের করেন চিকিত্সকেরা।

Updated By: Jan 24, 2012, 10:03 PM IST

মঙ্গলবার সন্ধেয়, বিদ্যা দেশাইয়ের গলা থেকে হার ছিনতাই করে ৩ দুষ্কৃতী। বাধা দেওয়ার চেষ্টা করলে বিদ্যা দেশাইকে গুলি করে তাদের একজন। ছিনতাইবাজের গুলিতে আহত বিদ্যা দেশাইকে ভর্তি করা হয় রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে। প্রায় ৪ ঘণ্টার অস্ত্রোপচারের পর কসবার গহবধূ বিদ্যা দেশাইয়ের শরীর থেকে গুলি বের করেন চিকিত্সকেরা।
সিটি স্ক্যান করালে দেখা যায় গুলিটি তলপেটে আটকে রয়েছে। এরপরই অস্ত্রোপচারের জন্য নিয়ে যাওয়া হয় বিদ্যা দেশাইকে। কিন্তু অস্ত্রোপচার মোটেও সহজ ছিল না। কারণ দুষ্কৃতীদের ছোঁড়া গুলি বিদ্যা দেশাইয়ের লিভার ছুঁয়ে গিয়েছিল। রাত ১০ টা থেকে দেড়টা পর্যন্ত চলে অস্ত্রোপচার। প্রচুর রক্তক্ষরণ হয়ে যাওয়ায় পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল। বিদ্যাদেবীকে দু পর্যায়ে ৪ বোতল রক্ত দিতে হয়। অস্ত্রোপচারের পর তাঁকে আইসিসিইউ তে স্থানান্তরিত করা হয়েছে। গভীর রাতে হাসপাতালে পুলিস পৌঁছয়। পুলিসের গাড়িতেই বিদ্যা দেশাইয়ের পরিবারের লোকজন বাড়ি ফেরেন।

.