বেসরকারি হাসপাতালে প্রথম টিকা, দ্বিতীয় টিকা দেবে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, দেখুন তালিকা

মঙ্গলবার তালিকা প্রকাশ করল রাজ্য সরকার।

Updated By: May 11, 2021, 11:43 PM IST
বেসরকারি হাসপাতালে প্রথম টিকা, দ্বিতীয় টিকা দেবে সরকারি স্বাস্থ্য কেন্দ্র, দেখুন তালিকা

নিজস্ব প্রতিবেদন- করোনার প্রথম ডোজ নিয়েছেন বেসরকারি হাসপাতালে, এখন চিন্তা পকরের ডোজের জন্য কোথায় যোগাযোগ করবেন?  আশ্বাস দিচ্ছে রাজ্য। যাঁরা করোনার টিকার প্রথম ডোজ নিয়েছেন, দ্বিতীয় ডোজ নেওয়ার ক্ষেত্রে তাঁরা অগ্রাধিকার পাবেন৷ কেন্দ্রের এই নির্দেশ এসে পৌঁছনো মাত্রই পদেপ নিয়েছে রাজ্য। সকলেই চিন্তায় পড়েছেন, কারণ বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য সরকার বেসরকারি হাসপাতালগুলিকে এক নির্দেশিকা দিয়ে জানিয়েছে, কেন্দ্রীয় সরকারের নির্দেশিকা মেনে বেসরকারি হাসপাতালগুলিকে আর টিকার জোগান দিতে পারবে না রাজ্য সরকার। এমন পরিস্থিতিতে সমস্যায় তাঁরাই, যাঁরা বেসরকারি হাসপাতালে প্রথম ডোজটি নিয়েছিলেন। এখন তাঁরা কোথায় টিকা নেবেন? রাত উত্তরেই একটি তালিকা প্রকাশ করল কলকাতা পৌরনিগম। এদিন রাজ্য সরকারের তরফে জানানো হয়, যেকোনও সরকারি টিকাকরণ সেন্টারে গিয়ে বিনামূল্যে টিকা নিতে পারেন কলকাতা বা বিধাননগরে বসবাসকারী সাধারণ মানুষ।

আরও পড়ুন: নেই পর্যাপ্ত টিকা, SSKM থেকে আর জি কর সর্বত্র লম্বা লাইন

 

কিন্তু কীভাবে?

  • ধরা যাক, কেউ যদি তাঁর কোভিশিল্ডের প্রথম ডোজ ঢাকুরিয়া আমরিতে (Dhakuria AMRI) নিয়ে থাকেন তাহলে তিনি কোভিশিল্ড টিকা পাবেন কেএমসি (KMC) প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৮৭-এ। এটি সাদার্ন অ্যাভিনিউ বুলেভার্ড এবং লেক প্লেসের সংযোগ স্থলে অবস্থিত। আর যদি কেউ  কোভ্যাক্সিন নিতে চান, তাহলে তাঁকে যেতে হবে কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯০-তে। এটির ঠিকানা ডঃ মেঘনাদ সাহা সরণি এবং সাদার্ন অ্যাভিনিউয়ের সংযোগস্থল।
  • যদি আপনি মুকুন্দপুর আমরিতে (AMRI, Mukundapur) প্রথম ডোজ নিয়ে থাকেন, তবে আপনি কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র - ১০৯-তে। আর কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন নেলিনগরে অবস্থিত কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৫-এ।

 

  • দক্ষিণ কলকাতার গড়িয়াহাট অ্যাপোলো ক্লিনিকে (Apollo Clini, Gariahat) কোভিশিল্ডের প্রথম ডোজ নিয়ে থাকলে আপনি দ্বিতীয় ডোজ পাবেন ডোভার টেরেসে অবস্থিত কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৮৫-এ। কোভ্যাক্সিন পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯০-এ।

 

 

  • আর যদি প্রিন্স আনোয়ার শাহ রোডের অ্যাপোলোতে (Apollo Clinic, Prince Anwar Shah Road) প্রথম ডোজ নিয়ে থাকেন, তাহলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯৩-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯১-এ।

 

  • রুবি হাসপাতালে (Ruby Hospital) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন নোনাডাঙায় অবস্থিত কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৮-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন নেলিনগরের কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৫-এ।

 

  • অরবিন্দ সেবা কেন্দ্র বা ইইডিএফ-এ (EEDF)প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯৩-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯১-এ।

 

 

  • বেলেঘাটা অ্যাপোলোতে (Apollo, Beleghata) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৩৩-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৩০-এ।

 

  • সিঁথি মোড়ের অ্যাপোলোতে (Apollo, Sinthee More) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১-এ। বিবেকানন্দ রোডের অ্যাপোলোতে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ২৪-এ। ঠিকানা গোপাল চ্যাটার্জি রোড।

 

  • অ্যাপোলো গ্লেনেগ্লেস হাসপাতালে (Apollo Gleneagles Hospital) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৩১-এ

 

  • আর ঠাকুরপুকুর অ্যাপোলোতে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১২৫-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১২৪-এ।

 

  • বিপি পোদ্দার হাসপাতালে প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৮১-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৭৭-এ।

 

  • বেলভিউ নার্সিংহোমে (Belle vue Nursing Home) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৬৩-তে। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS)।

 

  • ডিসান হাসপাতালে (Deesun Hospital) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৮-এ।

 

  • ফর্টিস হাসপাতালে (Fortis Hospital) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন নোনাডাঙায় অবস্থিত কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ১০৮-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন ইএসআই মানিকতলাতে (ESI Maniktala)।

 

  • সিএমআরআই হাসপাতালে (CMRI Hospital) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন এনএন পণ্ডিত হাসপাতালে (N N Pandit Hospital)।

 

  • আইরিস হাসপাতালে (IRIS) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৯৯-এ। কোভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ পাবেন KMUHO জোন ৪ টিকাকরণ কেন্দ্রে।

 

  • কোঠারি মেডিক্যাল সেন্টারে (Kothari Medical Centre) প্রথম ডোজ নিয়ে থাকলে কোভিশিল্ডের দ্বিতীয় ডোজ পাবেন কেএমসি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ৭৮-এ।

আরও পড়ুন: Srabanti কে ফোন করলেন Partha! দিলেন হাতে হাত মিলিয়ে উন্নয়নের প্রস্তাব

সোমবারই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, টিকার দ্বিতীয় ডোজ সকলেই পাবেন৷ উদ্বিগ্ন না হওয়ার জন্য তিনি রাজ্যবাসীকে পরামর্শ দিয়েছিলেন৷ তিনি আরও আবেদন জানিয়েছিলেন যাতে সরকারি হাসপাতালগুলির বাইরে টিকা নেওয়ার জন্য অযথা ভিড় না করেন মানুষ৷ এরপরই মঙ্গলবার এই তালিকা প্রকাশ করে রাজ্য সরকার।

 

.