বোমা, বন্দুক হাতে নিয়ে ক্যাফেতে হানা দুষ্কৃতিদের! রাতের কলকাতায় হাড়হিম কাণ্ড

এক হাতে বোম। আরেক হাতে বন্দুক। এমন কাউকে দেখলেই তো হাড়হিম হয়ে যাওয়ার কথা। 

Updated By: Sep 18, 2020, 05:32 PM IST
বোমা, বন্দুক হাতে নিয়ে ক্যাফেতে হানা দুষ্কৃতিদের! রাতের কলকাতায় হাড়হিম কাণ্ড

নিজস্ব প্রতিবেদন- এক হাতে বোম। আরেক হাতে বন্দুক। এমন কাউকে দেখলেই তো হাড়হিম হয়ে যাওয়ার কথা। তবুও মহম্মদ আমিন ও তউসিফ রাজা ভয় পাননি। বরং উল্টে জিজ্ঞেস করেছিলেন, কী চাই আপনাদের! গভীর রাতে তাঁদের ক্যাফের মালিক রাহুল সিংকে খোঁজ করতে আসেন নিশান্ত হায়দার। তাঁর সঙ্গে ছিল আরও তিনজন। উন্মত্ত অবস্থাতে ছনম্বর নাসিরুদ্দিন রোডের আলাদিন ক্যাফেতে ঢুকে পড়ে নিশাদ হায়দার। দুই ম্যানেজার মহম্মদ আমিন ও তউসিফ রাজা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ নিশাদসহ মোট চারজন সশস্ত্র অবস্থায় ঢুকে পড়েন ক্যাফেতে। তার পর ক্যাফের মালিক রাহুল সিংয়ের খোঁজ করতে থাকে।

আরও পড়ুন-  আহমেদপুরের বাড়ির অংশ লিখে দেন ছেলের নামে, তারপরেও কীসের অশান্তি?

রাহুল সিংকে না পেয়ে উন্মত্ত নিশাদ বন্দুকের বাট দিয়ে তউসিফ রাজার মাথায় আঘাত করেন। গুরুতর চোট পেয়েছেন তিনি। ২৩ বছর বয়সী নিশাদ এক হাতে বোমা ও আরেক হাতে বন্দুক নিয়ে তাণ্ডব চালান বেশ কিছুক্ষণ। সেই সময় ক্যাফের মালিক সেখানে ছিলেন না। ফলে ম্যানেজারদের হেনস্থা করে নিশান্ত। অভিযোগ এমনই। ক্যাফের ম্যানেজার জানিয়েছেন, চারটি বোমা চার্জ করে নিশাদ। তিন রাউন্ড গুলিও চালায়। তবে কারও হতাহতের কোনও খবর নেই। ক্যাফে থেকে বেরিয়ে যাওয়ার সময় নিশাদ পাশের একটি দোকানের সামনেও বোমা চার্জ করে বলে অভিযোগ। রাতের কলকাতায় এমন হাড়হিম কাণ্ডে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, কদিন আগে নিশাদের গ্যাং এর সঙ্গে হুক্কা পার্লারের লোকজনের ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার বদলা নিতেই এই হামলা।

 

.