আজ চট্টগ্রামে শেষকৃত্য বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর

আজ চট্টগ্রামের অভয় মিত্র ঘাট শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর। বুধবার রাত নটা চল্লিশ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল একশো তিন বছর। আজ সকাল দশটা চল্লিশের বিমানে বিনোদবিহারীর দেহ ঢাকায় পৌঁছবে। সেখানে কেন্দ্রীয় শহিদ মিনারে কয়েক ঘণ্টা শায়িত থাকবে তাঁর দেহ। তখন বিভিন্ন দল ও সংগঠনের পক্ষে প্রয়াত বিপ্লবীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।

Updated By: Apr 12, 2013, 02:40 PM IST

আজ চট্টগ্রামের অভয় মিত্র ঘাট শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হবে প্রয়াত বিপ্লবী বিনোদবিহারী চৌধুরীর। বুধবার রাত নটা চল্লিশ মিনিট নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। বয়স হয়েছিল একশো তিন বছর। আজ সকাল দশটা চল্লিশের বিমানে বিনোদবিহারীর দেহ ঢাকায় পৌঁছবে। সেখানে কেন্দ্রীয় শহিদ মিনারে কয়েক ঘণ্টা শায়িত থাকবে তাঁর দেহ। তখন বিভিন্ন দল ও সংগঠনের পক্ষে প্রয়াত বিপ্লবীকে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।
সেখান থেকে দেহ যাবে চট্টগ্রামে। তার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে একটি সামরিক হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে। চট্টগ্রামেও সূর্য সেনের মূর্তির সামনে ও শহিদ মিনারে কিছুক্ষণ শায়িত থাকবে দেহ। সেখানেও দল বেঁধে এসে মানুষ শ্রদ্ধা জানাবেন বিনোদবিহারীকে। তার পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর শেষকৃত্য হবে। উনিশশো এগারো সালের দশই জানুয়ারি চট্টগ্রামে জন্ম হয় বিনোদবিহারী চৌধুরীর। খুব অল্প বয়সেই তিনি মাস্টারদা সূর্য সেনের ঘনিষ্ঠ সংস্পর্শে আসেন। অংশ নিয়েছিলেন চট্টগ্রাম যুব বিদ্রোহে। বাংলাদেশের মুক্তিযুদ্ধেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়াত বিপ্লবীকে শেষ শ্রদ্ধা জানান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। 

.