অঞ্জন রায়


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গঙ্গাসাগর মেলার সময় অশান্তি বরদাস্ত নয়। বাবুঘাটের মঞ্চ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। যদিও মেলা নিয়ে এই তত্‍পরতাকে কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। সাগরমেলার কর্মকাণ্ডে পিছু ছাড়ছে না রাজনীতি। সাগরমেলার প্রস্তুতি শেষ পর্যায়ে। আর সেই মেলা নিয়ে পৌষের শেষেও রাজনীতির পারদ রীতিমত উর্ধমুখী। 


মেলা উপলক্ষে বাবুঘাটই এখন মিনি গঙ্গাসাগর। সেখানে বিবেক চেতনা উত্‍সবের উদ্বোধনী অনুষ্ঠানে মেলার সময় শান্তিরক্ষার আবেদন করেন মুখ্যমন্ত্রী। অশান্তি বাধানোর চেষ্টা বরদাস্ত করা হবে না। নাম না করে বিজেপিকে হুঁশিয়ারি দেন  মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বার্তা, সাগরে এমন কিছু করবেন না যাতে বাংলার সম্মানহানি হয়। ভিন রাজ্য থেকে অনেক মানুষ আসেন। গঙ্গাসাগরে মেলা হয় অন্য কোনও যাত্রা হতে পারে না। একইসঙ্গে  গঙ্গাসাগর মেলায় কেন্দ্র থেকে কোনও সহযোগিতা আসেন বলেও অভিযোগ করেছেন মমতা। তাঁর কথায়, ''এই মেলায় এক পয়সাও দেয় কেন্দ্রীয় সরকার।''  


আরও পড়ুন- অনুব্রত মণ্ডলের পর এবার ব্রাহ্মণ সম্মেলনের মঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়


বুধবার আবার আউটরামে ঘাটে সাধু-সন্তদের মেলা ঘুরে দেখেন বিজেপি রাজ্য সভাপতি।সাগরমেলা নিয়ে তত্‍পরতা প্রসঙ্গে তাঁর গলায় কটাক্ষের সুর। দিলীপের মন্তব্য, ''হঠাত্ মুখ্যমন্ত্রী মন্দিরে এক ঘণ্টা কাটাচ্ছেন। তৃণমূল নেতারা ব্রাহ্মণ সম্মেলন করছেন। এটাই আবার নৈতিক জয়। রাজনীতির জয়টা বাকি আছে। সবাই জানে বিজেপি কী রাজনীতি করে। চালাকি দিয়ে মানুষকে বোকা বানানো যাবে না।'' 


আরও পড়ুন- 'সূর্য'উদয়ের আগে সিপিএমের সভায় কৃষ্ণনাম!


গঙ্গাসাগর মেলার মত বিপুল কর্মকাণ্ডে নির্বিঘ্নে করা প্রশাসনের কাছে বড় চ্যালেঞ্জ। তাতে খামতি রাখতে নারাজ মুখ্যমন্ত্রী। তবে মেলা ঘিরে রাজনীতির ছোঁয়া-ও এড়ানো যাচ্ছে না।