অনুব্রত মণ্ডলের পর এবার ব্রাহ্মণ সম্মেলনের মঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়

বুধবার রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভায় রাজীব বন্দ্যোপাধ্যায়। পড়ে শোনান মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তাও।

Updated By: Jan 10, 2018, 10:39 PM IST
অনুব্রত মণ্ডলের পর এবার ব্রাহ্মণ সম্মেলনের মঞ্চে রাজীব বন্দ্যোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন: বোলপুরের পর দক্ষিণেশ্বর। অনুব্রত মণ্ডলের পর পুরোহিত সম্মেলনে রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ তো রইলই। রাজ্যে ব্রাহ্মণ সংগঠন আড়ে-বহরে বাড়ানোর পরামর্শও দিলেন সেচমন্ত্রী। 

সোমবার বোলপুরে পুরোহিত সম্মেলনের আয়োজন করেন অনুব্রত মণ্ডল। বুধবার রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভায় দেখা গেল আরেক তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়কে। প্রদীপ জ্বালিয়ে উদ্বোধনই শুধু নয়। পড়ে শোনালেন মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা-বার্তাও। ওই সম্মেলনেই বিজেপিকে আক্রমণ শানালেন রাজীববাবু। তাঁর কথায়, ''ধর্মের মুখোশ পরে অনেকে রাজনীতি করছে। এরা হিন্দু ধর্মের কেউ নয়।''  

আরও পড়ুন- 'সূর্য'উদয়ের আগে সিপিএমের সভায় কৃষ্ণনাম!

একদিকে রাজ্যে বিজেপির বাড়বাড়ন্ত। অন্যদিকে তোষণের অভিযোগ।রাজনৈতিক মহল বলছে, এই দুয়ের জেরে হিন্দু অস্ত্রেই বিজেপি-কে কাত করতে চাইছে ঘাসফুল। তবে বিজেপি সভাপতির বক্তব্য, আমাদের রাজনীতি মানুষ জানেন। ওরা চালাকি করছেন। 

এদিন দক্ষিণেশ্বরে ব্রাহ্মণ সম্মেলন আয়োজনে দায়িত্বে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা। তাঁর কথায়, ''রাজনীতির সঙ্গে আমার কোনও যোগ নেই। আমি একটি ক্লাবের সংগঠক।'' ৯ দফা দাবি নিয়ে সম্মেলনে উপস্থিত ছিলেন ব্রাহ্মণ সমাজের প্রায় দশ হাজার প্রতিনিধি।

 

.