বিজেপি নেতা অনুপম হাজরাকে হাজিরার নোটিস গিরিশ পার্ক থানার
ফেসবুক লাইভে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়।
নিজস্ব প্রতিবেদন: বিজেপি নেতা অনুপম হাজরাকে হাজিরার নোটিস দিল গিরিশ পার্ক থানা। নোটিসে উল্লেখ রয়েছে, সোশ্যাল মিডিয়ায় ভুয়ো ছবি দিয়ে একটি পোস্ট করেছেন অনুপম হাজরা, যা বিদ্বেষ ও প্ররোচনামূলক।
এই প্রসঙ্গে অনুপম হাজরা বলেন, "ঠিক জানি না কী কারণে ডাকা হয়েছে। তবে আমার মনে হচ্ছে করোনার সময় শাসকদলের এত কুকীর্তি প্রকাশ্যে আনা আর সময় সময়ে শাসকদলের রেশনের চাল চুরি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরাও কারণ।"
প্রসঙ্গত, অনুপম হাজরা ফেসবুক লাইভে রাজ্য সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন। তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলাও রুজু হয়।
‘রাজ্যকে না জানিয়েই পরিযায়ী শ্রমিকদের ট্রেন পাঠাচ্ছে রেল, সংক্রমণ হলে দায় কে নেবে!’
তার আগে ফেসবুকে পুলিশ আক্রান্ত হওয়ার একটি ভিডিও পোস্ট করেন। ঘটনাটি খিদিরপুরের বলেই দাবি করেন বিজেপি নেতা। কিন্তু ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তদন্ত করে দেখা যায় ওই ভিডিওটি খিদিরপুরের নয়। আদতে সেটি মুম্বইয়ের ভিডিও। এরপরই সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে অনুপম হাজরার বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়।