শিয়ালদায় সন্তান সহ উদ্ধার শ্বশুরবাড়ি অত্যাচারে পালিয়ে আসা তরুণী
প্রাণ বাঁচাতে শ্বশুরবাড়ির থেকে পালিয়ে শিয়ালদহ স্টেশনে উদ্ধার তরুণী। শনিবার সকালে স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে উদ্ধার করে রেল পুলিশ। তরুণীর শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুরে বলে জানা গিয়েছে।
নিজস্ব প্রতিবেদন : প্রাণ বাঁচাতে শ্বশুরবাড়ির থেকে পালিয়ে শিয়ালদহ স্টেশনে উদ্ধার তরুণী। শনিবার সকালে স্টেশনে উদ্দেশ্যহীন ভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে উদ্ধার করে রেল পুলিশ। তরুণীর শ্বশুরবাড়ি উত্তর দিনাজপুরে বলে জানা গিয়েছে।
জিজ্ঞাসাবাদে চাঁদনি পারভিন নামে ওই তরুণী জানিয়েছেন, রায়গঞ্জের শ্যামপুরহাটে শ্বশুরবাড়ি তাঁর। দিনের পর দিন সেখানে তাঁর উপর অকথ্য অত্যাচার চলছিল। প্রাণ বাঁচাতে তাই বাড়ি থেকে পালানোর সিদ্ধান্ত নেন তিনি। তিন বছরের ছেলেকে কোলে নিয়ে ট্রেনে চড়ে বসেন। সোজা হাজির হন শিয়ালদায়।
আরও পড়ুন, চলন্ত গাড়িতেই মদের আসর, উল্টোডাঙা উড়ালপুলে ভয়ঙ্কর দুর্ঘটনা
এদিকে, শিয়ালদা স্টেশনে ট্রেন থেকে নেমে ফাঁপড়ে পড়েন চাঁদনি। ছেলে কোলে উদভ্রান্তের মতো ঘুরতে থাকেন। স্টেশনে উপস্থিত অন্য যাত্রীদের সন্দেহ হওয়ায় চাঁদনিকে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে পড়ে আসল ঘটনা। খবর যায় জিআপিতে। তারাই মহিলাকে উদ্ধার করে মহিলা কমিশনকে খবর দেয়।