গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব? উত্তরবঙ্গও সহ রাজ্যের বিভিন্ন স্থানে বন্যা, পুরুলিয়ায় খরা
-------------------------------------------------------------------------------------------------------------------------------
ওয়েব ডেস্ক: রাজ্যের কোথাও বন্যার ভ্রুকুটি তো কোথাও অনাবৃষ্টি। উত্তরবঙ্গের জেলাগুলিতে যখন বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে তখন দক্ষিণবঙ্গের প্রান্তিক জেলা পুরুলিয়ায় বৃষ্টির অভাবে মাথায় হাত চাষীদের। অনাবৃষ্টির ফলে এখনও পর্যন্ত পঁচিশ শতাংশের বেশি জমিতে ধান রোপন করা যায়নি।
গতবছর যেখানে বৃষ্টির পরিমান ছিল ১ হাজার ৩০৪ মিলিমিটার, সেখানে এবছর এখনও পর্যন্ত পুরুলিয়ায় বৃষ্টি হয়েছে মাত্র ৬৭৪ মিলিমিটার। পুরুলিয়ায় আমন ধানের চাষ হয় ২ লক্ষ ৭২ হেক্টর জমিতে। তবে এবার বৃষ্টির অভাবে ২৫ শতাংশের বেশি জমিতে এখনও ধান রোয়া যায়নি। চাষীদের আক্ষেপ, পেরিয়ে যাচ্ছে ধান রোপনের সময়। এর পর যদি বৃষ্টি হয়ও, তা চাষের কোন কাজে আসবে না ।
জেলা কৃষি দফতর স্বীকার করে নিয়েছে পরিস্থিতির কথা। জানানো হয়েছে, পরিস্থিতির গুরুত্ব বিচার করে বিকল্পচাষের উপর জোর দেওয়া হবে। তবে অচিরেই বৃষ্টির ঘাটতি মিটে যাবে বলে আশাবাদী জেলা কৃষি দফতর।
কৃষি দফতরের এই কথায় অবশ্য খুব একটা ভরসা রাখতে পারছেন না কৃষকরা।