TMC-তে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী Luizinho Faleiro, গোয়ায় নতুন ভোর আনব, বললেন Mamata

বিজেপি বিরোধিতার জন্য তৃণমূলে যোগদান বলে জানালেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী।  

Updated By: Sep 29, 2021, 06:33 PM IST
TMC-তে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী Luizinho Faleiro, গোয়ায় নতুন ভোর আনব, বললেন Mamata

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম থেকে পূর্ব ভারতে এসে তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro)। তাঁর সঙ্গে বুধবার গোয়ায় কংগ্রেস-সহ অন্যান্য দলের আরও ৯ জন নেতাকে দলে টানল ঘাসফুল শিবির। মমতার (Mamata Banerjee) সঙ্গে এ দিন সাক্ষাৎ করেন ফেলেইরো। তাঁকে তৃণমূল কংগ্রেসে স্বাগত জানান নেত্রী।

তৃণমূল নেত্রী টুইট করেন,''গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী, সাতবারের বিধায়ক এবং প্রবাদপ্রতীম গোয়ান নেতা লুইজিনহো ফেলেইরোকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানাচ্ছি। প্রতিটি গোয়ান পরিবারের পাশে দাঁড়াব আমরা। বিভেদকামী শক্তির বিরুদ্ধে লড়াই করে গোয়ায় নতুন ভোর আনব।''        

 

গত ৪০ বছর ধরে কংগ্রেসে ছিলেন লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro)। গোয়ায় দু'বার মুখ্যমন্ত্রী হওয়া ছাড়াও প্রদেশ কংগ্রেস সভাপতিও ছিলেন। উত্তর-পূর্ব রাজ্যগুলিতেও দলের হয়ে দায়িত্ব সামলেছেন। সোমবার কংগ্রেস বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল ছাড়েন লুইজিনহো (Luizinho Faleiro)। তিনি যে তৃণমূলে যোগ দিচ্ছেন তার ইঙ্গিত তখনই মিলেছিল। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের হাত ধরে তৃণমূলে আসেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী। কংগ্রেস নেতৃত্বের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন লুইজিনহো ফেলেইরো (Luizinho Faleiro)। গতবার সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও গোয়ায় কংগ্রেস যেভাবে ম্য়াচ ছেড়ে দিল, সেজন্য নেতৃত্বের সিদ্ধান্তহীনতাকে কাঠগড়ায় তুলেছেন তিনি। তাঁর কথায়,''বিজেপিকে পরাজিত করব বলেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। অসহিষ্ণুতা, ঘৃণার সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করব। বিজেপির বিভেদকামী অ্যাজেন্ডাকে রুখে দিতে পেরেছেন কেবল দিদি। দিদি স্ট্রিট ফাইটার। তাঁর মতো নেত্রীই দেশের জন্য লড়াই করতে পারবেন।''   

আরও পড়ুন- বাঙালিদের ভরসা করেন না PM Modi, সাত বছর প্রতিমন্ত্রী থাকার পর উপলব্ধি Babul-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.