পুজোয় ঝলমলে আকাশ

নিম্নচাপ এবার বর্ষাকে দীর্ঘায়িত করেছে। দিন কয়েক আগে পর্যন্ত বৃষ্টিতে জেরবার হয়েছেন রাজ্যবাসী। অসুবিধায় পড়েছিলেন মৃত্শিল্পিরা। তবে পুজোর জন্য এল সুখবর। পুজোর কদিন বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Updated By: Sep 30, 2011, 05:54 PM IST

নিম্নচাপ এবার বর্ষাকে দীর্ঘায়িত করেছে। দিন কয়েক আগে পর্যন্ত বৃষ্টিতে জেরবার হয়েছেন রাজ্যবাসী। অসুবিধায় পড়েছিলেন মৃত্শিল্পিরা। তবে পুজোর জন্য এল সুখবর। পুজোর কদিন বৃষ্টির কোনও আশঙ্কা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। গোটা রাজ্যের আকাশই মোটামুটি উজ্জ্বল থাকবে বলে জানানো হয়েছে। তবে রোদ ঝলমলে আকাশ থাকার জন্য দিনের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছেনআবহাওয়া দফতরের অধিকর্তা গোকুলচন্দ্র দেবনাথ।
 

.