Governor CV Ananda Bose: কুমারটুলি থেকে একডালিয়া, পুজো দেখলেন রাজ্যপাল
পায়ের চোটে গৃহবন্দী। কালিঘাটে বাড়ি বসেই এবার ভার্চুয়ালি পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী।
শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও মৌমিতা চক্রবর্তী: শহরের উৎসবের আমেজ। কলকাতায় পুজো দেখতে বেরোলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কুমারটুলিতে শিল্পীদের সঙ্গে কথা বললেন তিনি। গেলেন একডালিয়া এভারগ্রিনেও।
আরও পড়ুন: Mamata Banerjee: তালিকায় আরও ১৭, পুজো উদ্বোধনে মুখ্যমন্ত্রী
মহালয়া পার। আজ, রবিবার প্রতিপদ। পায়ের চোটে গৃহবন্দী। কালিঘাটে বাড়ি বসেই যখন ভার্চুয়ালি পুজো উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী, তখন ভিড় এড়াতে আগেভাগেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন অনেকেই। বাদ গেলেন না রাজ্যপাল সিভি আনন্দ বোস।
As the Durga Puja festivities begin across Bengal, Hon Governor took the time to visit Durga Puja pandals across Kolkata and also, spent some cherished moments interacting with devotees enjoying the festivities #DurgaPuja pic.twitter.com/vfdMiN609G
— Governor of West Bengal (@BengalGovernor) October 15, 2023
এদিকে রাত পোহালেই কলকাতায় অমিত শাহ। উত্তর কলকাতার একটি পুজোর উদ্বোধন করবেন তিনি। সঙ্গে জেপি নাড্ডাও। গেরুয়াশিবির সূত্রের খবর, ২১ অক্টোবর সকালে কলকাতায় পৌঁছবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সল্টলেক, হাওড়া ও সেন্ট্রাল অ্য়াভিনিউতে একটি পুজোর উদ্বোধন করবেন তিনি। এমনকী, দর্শনার্থী হিসেবে বেশ কয়েকটি পুজো মণ্ডপ-ও ঘুরে দেখতে পারেন জেপি নাড্ডা।
আরও পড়ুন: Kashi Bose Lane Durga Puja: কাশী বোস লেনে 'চাই না হতে উমা' দিয়ে আজই শুরু পুজো...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)