Kashi Bose Lane Durga Puja: কাশী বোস লেনে 'চাই না হতে উমা' দিয়ে আজই শুরু পুজো...

Kashi Bose Lane Durga Puja: প্রতিপদেই বোধন কাশী বোস লেনে। ফলে, কাশী বোস লেনে আজ, রবিবার থেকেই শুরু পুজো। কাশীবোস লেনের এবারের ভাবনা-- 'চাই না হতে উমা'।

| Oct 15, 2023, 15:59 PM IST

অর্ণবাংশু নিয়োগী: প্রতিপদেই বোধন কাশী বোস লেনে। ফলে, কাশী বোস লেনে আজ, রবিবার থেকেই শুরু পুজো। কাশীবোস লেনের এবারের ভাবনা-- 'চাই না হতে উমা'। আসলে নারীপাচার বন্ধের বার্তা দেওয়া হয়েছে মণ্ডপ জুড়ে। উত্তর কলকাতার প্রাচীন অভিজাত বারোয়ারি পুজোগুলির অন্যতম কাশী বোস লেন। ১৯৩৭ সালে শুরু হয়েছিল এই পুজো।

1/7

উত্তরে কাশী

উত্তর কলকাতার প্রাচীনতম বারোয়ারি পূজাগুলির মধ্যে অন্যতম কাশী বোস লেন এবারে চমকে দিয়েছে তাদের ব্যতিক্রমী থিম-ভাবনা দিয়ে। 

2/7

১৯৩৭ সালে

১৯৩৭ সালে, ৮৬ বছর আগে, শুরু হওয়া এই পুজো আজও কলকাতার অন্যতম শারদ-আকর্ষণ। প্রতিবছরই এই পুজো কিছু না কিছু বিশেষ আইটেমের মাধ্যমে দর্শকদের মধ্যে সাড়া ফেলে দেয়। 

3/7

ভোগ বিতরণ

শুদ্ধ আচারে পুজো এবং ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত দর্শনার্থীদের ভোগ বিতরণ-- এ হল এই পুজোর অন্যতম বৈশিষ্ট্য। 

4/7

কৈলাস থেকে

বছরে পাঁচদিনের জন্য কৈলাস থেকে উমা আসেন। তাঁকে আমরা সাদরে ফিরিয়ে আনি ঘরে, তাঁকে বরণ করি। তাঁকে পুজোও করি। 

5/7

পথ-হারানো উমা

কিন্তু আমাদেরই ঘরের তো কতশত উমা আছেন! তাঁরা হারিয়ে যান চোরাগলির বাঁকে।

6/7

কে ফেরাবে?

তাদের বরণ করে ঘরে ফিরিয়ে আনার ভার কে নেবে আজ?  

7/7

উমা হতে চাই না

অন্ধকার জীবনের হাজার আঘাতের পর তারা কিন্তু আর উমা হতে চান না। এবার পুজোয় তাঁদের ঘরে ফেরানোর গাথাই লিখতে চাইছে কাশী বোস লেন।