Dhankhar Calls Mamata For Meeting: 'সময় বের করে তাড়াতাড়ি আসুন,' মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল
রামপুরহাট সহ একাধিক ইস্যুতে কথা বলতে চান বলে জানিয়েছেন রাজ্যপাল।
নিজস্ব প্রতিবেদন : রামপুরহাট কাণ্ড সহ রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠালেন রাজ্যপাল। রাজভবনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)। টুইট করে একথা জানিয়েছেন তিনি। এই সপ্তাহের মধ্যে সময় বের করে মুখ্যমন্ত্রীকে (Mamata Banerjee) রাজভবনে আসতে বলেছেন ধনখড়।
মুখ্যমন্ত্রীর সঙ্গে রামপুরহাট সহ একাধিক ইস্যুতে কথা বলতে চান বলে জানিয়েছেন রাজ্যপাল। এর আগেও তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, এবারও প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান তিনি। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল। তদন্ত প্রক্রিয়া, তদন্ত রিপোর্ট, মানুষের চাহিদা সবকিছু নিয়েই তিনি কথা বলতে চান মুখ্যমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি, রাজ্যপাল উদ্বেগ প্রকাশ করেছেন সিবিআই নিয়ে মুখ্যমন্ত্রীর করা মন্তব্যের ব্যাপারেও।
WB Guv Shri Jagdeep Dhankhar has invited Chief Minister Smt. Mamata Bannerjee for interaction during the week at Raj Bhawan to deliberate worsening law and order in the state, particularly in view of alarmingly worrisome developments #RampurhatViolence & State Legislature. 1/3 pic.twitter.com/PNejmUwa8s
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 29, 2022
Guv has expressed concern at CM Smt. Mamata Banerjee stance to “hit the streets in protest”on CBI probe #RampurhatViolence, ignoring that CBI investigation is ordered & monitored by the Hon’ble High Court at Calcutta. Any recourse thereof has to be lawful and not on streets. 2/3
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 29, 2022
WB Guv “Already cliff hanging governance in the state, from the perspective of Constitution and law, has recently been further strained by horrifying incidents of barbarity #RampurhatViolence and in the hallowed precincts of the West Bengal Assembly.”3/3
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) March 29, 2022
ওদিকে মুখ্যমন্ত্রীকে ডেকে পাঠানোর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, "রামপুরহাটে কি হয়েছিল না জেনে রাজনীতি করতে শুরু করে দিল। রাজ্যপাল পঙ্গপাল। তিনি টুইট করে সমালোচনা শুরু করে দিলেন। রাজ্যপালকে বিজেপির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।"