ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকার নিচ্ছে নানান উদ্যোগ

ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তুলতে সরকার নিচ্ছে নানান উদ্যোগ। তৈরি করা হচ্ছে নতুন স্কুল। শুধু তৈরি নয়, স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়নও করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে চালু করা হয়েছে বিশেষ প্রকল্প মিড ডে মিল ও সবুজসাথী প্রকল্প।  উন্নত করা হয়েছে মিড-ডে-মিলের খাবারের মান। ছাত্র-ছাত্রীদের স্কুল যাতায়াতকে সহজ করতে সবুজ সাথী প্রকল্পের আওতায় সরকার পরিচালিত স্কুল গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে সাইকেল। পড়ুয়াদের জন্য সরকার এইসব প্রকল্প চালু করায় স্কুলছুটের সংখ্যা যেমন কমছে তেমনই ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়ার আগ্রহও বাড়ছে। এমনই দাবি পশ্চিমবঙ্গ সরকারের।

Updated By: Feb 21, 2016, 04:57 PM IST
ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করতে সরকার নিচ্ছে নানান উদ্যোগ

ওয়েব ডেস্ক: ছাত্রছাত্রীদের বিদ্যালয়মুখী করে তুলতে সরকার নিচ্ছে নানান উদ্যোগ। তৈরি করা হচ্ছে নতুন স্কুল। শুধু তৈরি নয়, স্কুলগুলির পরিকাঠামোগত উন্নয়নও করা হচ্ছে। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার প্রতি আকৃষ্ট করতে চালু করা হয়েছে বিশেষ প্রকল্প মিড ডে মিল ও সবুজসাথী প্রকল্প।  উন্নত করা হয়েছে মিড-ডে-মিলের খাবারের মান। ছাত্র-ছাত্রীদের স্কুল যাতায়াতকে সহজ করতে সবুজ সাথী প্রকল্পের আওতায় সরকার পরিচালিত স্কুল গুলিতে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছে সাইকেল। পড়ুয়াদের জন্য সরকার এইসব প্রকল্প চালু করায় স্কুলছুটের সংখ্যা যেমন কমছে তেমনই ছেলেমেয়েদের বিদ্যালয়ে যাওয়ার আগ্রহও বাড়ছে। এমনই দাবি পশ্চিমবঙ্গ সরকারের।

.