শব্দবাজির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবন্ধী যুবক, ভেঙে দেওয়া হল হুইলচেয়ার
শব্দবাজির প্রতিবাদের মাসুল দিলেন প্রতিবন্ধী যুবক। জুটল বেধড়ক মার। ভেঙে দেওয়া হল হুইলচেয়ার। কোনও প্রত্যন্ত এলাকায় নয়, ঘটনা চারু মার্কেট থানার নাকের ডগায়।
শব্দবাজির প্রতিবাদের মাসুল দিলেন প্রতিবন্ধী যুবক। জুটল বেধড়ক মার। ভেঙে দেওয়া হল হুইলচেয়ার। কোনও প্রত্যন্ত এলাকায় নয়, ঘটনা চারু মার্কেট থানার নাকের ডগায়।
চারু মার্কেট থানার কাছেই থাকেন প্রতিবন্ধী যুবক রতন মুদি। অভিযোগ, কালীপুজোর রাতে তাঁর হুইলচেয়ারে ছোঁড়া হয় চকোলেট বোমা। প্রতিবাদ করতেই শুরু হয়ে যায় বেদম মারধর। ভেঙে দেওয়া হয় হুইলচেয়ার। আক্রান্ত প্রতিবন্ধী যুবককে রাতে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সার পর রবিবার দুপুরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। কিন্তু, অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ফের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনায় শব্দবাজির দৌরাত্ম্য বন্ধে পুলিস-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্ট জনেরা।
মারধরের ঘটনায় মুল অভিযুক্ত লাল্টু সহ দুজনের বিরুদ্ধে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।