প্রয়াত হাসিম আবদুল হালিম

প্রয়াত বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিম। সোমবার সকাল ১০:১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Updated By: Nov 2, 2015, 11:17 AM IST
প্রয়াত হাসিম আবদুল হালিম

ওয়েব ডেস্ক: প্রয়াত বিধানসভার প্রাক্তন স্পিকার হাসিম আবদুল হালিম। সোমবার সকাল ১০:১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
১৯৩৫ সালের ৫ জুন জন্ম হয়েছিল তাঁর। আর ২০১৫-এর ২ নভেম্বর ৮০ বছর বয়সে এতদিনের চেনা পৃথিীটা ছেড়ে চলে গেলেন তিনি।
১৯৮২ সালে প্রথমবার বিধানসভার স্পিকার পদে নির্বাচিত হন তিনি। সেই ছিল একটা যুগের শুরু। এরপর টানা ২৯ বার ওই পদে থেকে যান মৃদুভাষী এবং স্পষ্টবক্তা এই রাজনীতিবিদ।
তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা রাজনৈতিক মহলে। একে একে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হচ্ছেন সমস্ত রাজনৈতিক দলের নেতারা।

.