উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টিপাত

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। 

Reported By: অয়ন ঘোষাল | Edited By: সুদেষ্ণা পাল | Updated By: Jun 30, 2020, 12:01 PM IST
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে, দক্ষিণবঙ্গেও বাড়বে বৃষ্টিপাত
ফাইল ফোটো

নিজস্ব প্রতিবেদন : উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জারি থাকবে। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, আজ আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে। বৃহস্পতিবার থেকে ফের অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতাতেও আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। 

তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায়, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। ঘাম হবে। গতকাল কলকাতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ৭৯ থেকে ৯৫ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি  হয়েছে সামান্য। 

আরও পড়ুন, প্রবল বৃষ্টিতে ভয়াল চেহারা নদীগুলির, উত্তর দিনাজপুরের বন্যা পরিস্থিতি উদ্বেগজনক

.