কোন খাতে স্কুল কী খরচ করছে? খুঁটিয়ে দেখতে কমিটি গড়ে দিল হাইকোর্ট
এই কমিটির রিপোর্টে স্কুলের খরচ সম্পর্কিত তথ্য সামনে আসবে।
নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে লকডাউনের মধ্যেই বিভিন্ন স্কুলের বিরুদ্ধে ফি বাড়ানোর অভিযোগ উঠেছে। ফি বৃদ্ধির অভিযোগ নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে মামলাও। এদিন সেই ফি বৃদ্ধি সংক্রান্ত মামলায় কমিটি গড়ে দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
কী করবে এই কমিটি?
স্কুলের টাকা খরচ সহ বিভিন্ন বিষয় খতিয়ে দেখবে এই কমিটি। সেইজন্য-ই গড়া হয়েছে এই কমিটি। এদিন মামলার শুনানির সময় প্রায় ১২১ টি স্কুল কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে বিস্তারিত রিপোর্ট চান বিচারপতি। এরপরই স্থির হয় এই বিষয়ে একটি কমিটি গঠন করা হবে। কারণ আলাদা কমিটি থাকলে স্কুলগুলি কোন ক্ষেত্রে কী খরচ করছে, সে বিষয়ে স্বচ্ছ ধারণা থাকবে বলে জানান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়।
ঠিক হয়েছে ড. সুরঞ্জন দাশগুপ্ত কমিটির একজন হবেন। অন্যজনের নাম ঠিক করবেন এজি। এই কমিটির রিপোর্টে স্কুলের খরচ সম্পর্কিত তথ্য সামনে আসবে। তবে স্কুলের ফি বাবদ অভিভাবকদের বকেয়ার ৮০ শতাংশ দিতেই হচ্ছে। ফলে সেদিক দিয়ে কোনও সুরহা হয়নি অভিভাবকদের।
আরও পড়ুন, করোনা আবহে নজির! লিভার, কিডনি, হৃদযন্ত্র, চোখ, ত্বক দিয়ে একাধিক মানুষের প্রাণ বাঁচাচ্ছেন সংগ্রাম