হুমায়ুন কবীরকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

মুর্শিদাবাদের পুলিস সুপার হুমায়ুন কবীরকে তীব্র ভর্ত্সনা করল কলকাতা হাইকোর্ট। অপহৃত নাবালিকা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের পুলিস সুপার। সম্প্রতি খরজুনা কাণ্ডেও সহবাস তত্ত্ব খাড়া করে ধর্ষণের ঘটনা আড়াল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত বছর নভেম্বরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে অপহৃত হয়  মালদার সুজাপুরের বাসিন্দা ওই নাবালিকা।

Updated By: Jul 8, 2013, 04:29 PM IST

মুর্শিদাবাদের পুলিস সুপার হুমায়ুন কবীরকে তীব্র ভর্ত্সনা করল কলকাতা হাইকোর্ট। অপহৃত নাবালিকা সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুর্শিদাবাদের পুলিস সুপার। সম্প্রতি খরজুনা কাণ্ডেও সহবাস তত্ত্ব খাড়া করে ধর্ষণের ঘটনা আড়াল করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। গত বছর নভেম্বরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জ থেকে অপহৃত হয়  মালদার সুজাপুরের বাসিন্দা ওই নাবালিকা।
এখনও পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। স্থানীয় এক যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ আনে পরিবার। অভিযুক্ত যুবকের সঙ্গে নাবালিকার সম্পর্ক ছিল বলে তখন মন্তব্য করেছিলেন পুলিস সুপার। পুলিস সুপারের আচরণে বিস্ময় প্রকাশ করে তাঁকে আজ তীব্র ভর্তসনা করেছেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। আজ  হুমায়ুন কবীরকে  আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। কোন পথে এই ঘটনার তদন্ত এগোচ্ছে তাও তাঁর কাছে জানতে চায় আদালত। চোদ্দদিনের মধ্যে এই ঘটনায় মালদা ও মুর্শিদাবাদ পুলিসকে যৌথ রিপোর্ট দিতে বলেছে কলকাতা হাইকোর্ট।

.