মধ্যমগ্রাম গণধর্ষণ কাণ্ডের অন্তর্বর্তী রিপোর্টে অসন্তুষ্ট হাইকোর্ট, পনেরো দিনের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের নির্দেশ
মধ্যমগ্রাম গণধর্ষণকাণ্ডে অন্তর্বর্তী রিপোর্ট সন্তুষ্ট নয় হাইকোর্ট। চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের নির্দেশদিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আদালতের নির্দেশ মত আজই ডিআইজি সিআইডি দয়মন্তী সেনের নেতৃত্বে তৈরি বিশেষ দল কলকাতা হাইকোর্টে মধ্যমগ্রামকাণ্ডের রিপোর্ট জমা দেয়। পাশাপাশি রাজ্যের অস্বস্তি বাড়িয়ে মধ্যমগ্রামে কিশোরীর গণধর্ষণের ঘটনার কেস ডায়েরিও তলব করেছে আদালত।
মধ্যমগ্রাম গণধর্ষণকাণ্ডে অন্তর্বর্তী রিপোর্ট সন্তুষ্ট নয় হাইকোর্ট। চব্বিশে ফেব্রুয়ারির মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশের নির্দেশদিয়েছেন বিচারপতি দীপঙ্কর দত্ত। আদালতের নির্দেশ মত আজই ডিআইজি সিআইডি দয়মন্তী সেনের নেতৃত্বে তৈরি বিশেষ দল কলকাতা হাইকোর্টে মধ্যমগ্রামকাণ্ডের রিপোর্ট জমা দেয়। পাশাপাশি রাজ্যের অস্বস্তি বাড়িয়ে মধ্যমগ্রামে কিশোরীর গণধর্ষণের ঘটনার কেস ডায়েরিও তলব করেছে আদালত।
দু-দুবার গণধর্ষণ, গায়ে আগুন, মৃত্যু। গণধর্ষিতা মধ্যমগ্রামের কিশোরীকে পুড়িয়ে খুন করা হয়েছে। হাসপাতালে মৃত্যুর আগে পুলিসকে দেওয়া জবানবন্দিতে এই বিস্ফোরক তথ্যটা জানিয়ে গিয়েছিলেন নির্যাতিতাই। এরপরই এ রাজ্যের প্রশাসনের তদন্তে আস্থা হারিয়ে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে যায় তাঁর পরিবার। দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গেও। কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত শুরু করে দময়ন্তী সেনের নেতৃত্বধীন বিশেষ তদন্তকারী দল। সিবিআই তদন্ত এড়াতে শেষপর্যন্ত দময়ন্তী সেনকেই ঢাল করে রাজ্য সরকার। সোমবার কলকাতা হাইকোর্টে তদন্তের সেই অন্তর্বর্তী রিপোর্ট জমা দেওয়া হয়। তা খতিয়ে দেখার পর বিচারপতি মধ্যমগ্রাম কাণ্ডে ফের রিপোর্ট তলব করেন। সোমবার বিচারপতি মন্তব্য করেন, মধ্যমগ্রামে কিশোরীর দুবার গণধর্ষণের ঘটনার তদন্তভারও কেন দময়ন্তী সেনের হাতে তুলে দেওয়া হবে না। উত্তরে সরকারি আইনজীবী জানান, অভিযুক্ত প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে। বিচার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।
যদিও রাজ্যের অস্বস্তি বাড়িয়ে ওই দুটি ঘটনার কেস ডায়েরি চেয়ে পাঠানো হয়েছে আদালতের তরফে।